মাথায় মালিশ করতে গিয়ে ছিঁড়ল ঘাড়ের শিরা-ধমনি, স্যালোঁ ট্রিমমেন্ট নেওয়ার আগে সাবধান, বাড়ছে প্রাণের ঝুঁকি

Published : Sep 30, 2024, 10:53 AM IST
massage parlour

সংক্ষিপ্ত

পার্লারে চুল কাটতে গিয়ে মালিশ করার সময় ঘাড় হেলে যাওয়ায় এক যুবকের ক্যারোটিড ধমনী ছিঁড়ে যায়। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তিনি স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসকরা একে 'স্যালোঁ স্ট্রোক' হিসেবে অভিহিত করেছেন।

সামনেই পুজো। হাতে কদিন বাকি। এই সময় নিজেকে সকলের সেরা করে তুলতে চলছে বিস্তর পরিচর্যা। বাড়িতে রূপচর্চা তো আছেই সঙ্গে পার্লার ট্রিটমেন্ট বাদ যাচ্ছে না। এবার এই স্যালোঁ ট্রিমমেন্ট করতে গিয়েই প্রাণ যাচ্ছিল এক যুবকের। সদ্য প্রকাশ্যে এল এমন খবর।

পার্লারে গিয়ে মাশিল করিয়ে আরাম খেতে গিয়ে প্রায় যাচ্ছিল এক যুবকের। চুল কাটতে পার্লার গিয়েছিলেন এক যুবক। সেখানে চুল কাটার পর মালিশ নিচ্ছিলেন। তাতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। মালিশ নেওয়ার সময় হঠাৎ ঝুঁকে গেল ঘাড়। মাথা একদিকে এলিয়ে পড়ল। অচৈতন্য হয়ে গেলেন যুবক। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে প্রাণে বেঁচে গিয়েছেন সেই যুবক। ঘটনাটি কর্নাটকের এক স্যালোঁর।

চিকিৎসক সূত্রে খবর, ঘাড় হেলিয়ে চাপ দিয়ে মালিশ করার কারণে ক্যারোটিড ধমনী ছিঁড়ে যায় যুবকের। রক্তবাহিকাগুলো রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। আচমকাই মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্ট্রোকে আক্রান্ত হন যুবক। জানা গিয়েছে, এমন ঘটনা অস্বাভাবিক নয়। এরই নাম স্যালোঁ স্ট্রোক বা বিউটি পার্লার স্ট্রোক।

এবার থেকে সতর্ক হন। ত্বকের চর্চা করতে গিয়ে কিংবা মালিশ করতে গিয়ে বিপদে পড়তে পারেন অনেকে। তাই সতর্ক হন সময় থাকতে। কঠিন জায়গা থেকে পার্লার ট্রিটমেন্ট করান। এমন ব্যক্তির থেকে ট্রিটমেন্ট নিন যিনি সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত। 

তা না হলে হতে পারে বিপদ। এমন ঘটনার সাক্ষী হল কর্ণাটক। হঠাৎ ঘটল অঘটন। পার্লার ট্রিটমেন্ট নিতে গিয়ে ঘটল বিপত্তি। যা উঠে এল খবরে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর
জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত