মাথায় মালিশ করতে গিয়ে ছিঁড়ল ঘাড়ের শিরা-ধমনি, স্যালোঁ ট্রিমমেন্ট নেওয়ার আগে সাবধান, বাড়ছে প্রাণের ঝুঁকি

পার্লারে চুল কাটতে গিয়ে মালিশ করার সময় ঘাড় হেলে যাওয়ায় এক যুবকের ক্যারোটিড ধমনী ছিঁড়ে যায়। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তিনি স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসকরা একে 'স্যালোঁ স্ট্রোক' হিসেবে অভিহিত করেছেন।

সামনেই পুজো। হাতে কদিন বাকি। এই সময় নিজেকে সকলের সেরা করে তুলতে চলছে বিস্তর পরিচর্যা। বাড়িতে রূপচর্চা তো আছেই সঙ্গে পার্লার ট্রিটমেন্ট বাদ যাচ্ছে না। এবার এই স্যালোঁ ট্রিমমেন্ট করতে গিয়েই প্রাণ যাচ্ছিল এক যুবকের। সদ্য প্রকাশ্যে এল এমন খবর।

পার্লারে গিয়ে মাশিল করিয়ে আরাম খেতে গিয়ে প্রায় যাচ্ছিল এক যুবকের। চুল কাটতে পার্লার গিয়েছিলেন এক যুবক। সেখানে চুল কাটার পর মালিশ নিচ্ছিলেন। তাতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। মালিশ নেওয়ার সময় হঠাৎ ঝুঁকে গেল ঘাড়। মাথা একদিকে এলিয়ে পড়ল। অচৈতন্য হয়ে গেলেন যুবক। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে প্রাণে বেঁচে গিয়েছেন সেই যুবক। ঘটনাটি কর্নাটকের এক স্যালোঁর।

Latest Videos

চিকিৎসক সূত্রে খবর, ঘাড় হেলিয়ে চাপ দিয়ে মালিশ করার কারণে ক্যারোটিড ধমনী ছিঁড়ে যায় যুবকের। রক্তবাহিকাগুলো রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। আচমকাই মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্ট্রোকে আক্রান্ত হন যুবক। জানা গিয়েছে, এমন ঘটনা অস্বাভাবিক নয়। এরই নাম স্যালোঁ স্ট্রোক বা বিউটি পার্লার স্ট্রোক।

এবার থেকে সতর্ক হন। ত্বকের চর্চা করতে গিয়ে কিংবা মালিশ করতে গিয়ে বিপদে পড়তে পারেন অনেকে। তাই সতর্ক হন সময় থাকতে। কঠিন জায়গা থেকে পার্লার ট্রিটমেন্ট করান। এমন ব্যক্তির থেকে ট্রিটমেন্ট নিন যিনি সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত। 

তা না হলে হতে পারে বিপদ। এমন ঘটনার সাক্ষী হল কর্ণাটক। হঠাৎ ঘটল অঘটন। পার্লার ট্রিটমেন্ট নিতে গিয়ে ঘটল বিপত্তি। যা উঠে এল খবরে।

Share this article
click me!

Latest Videos

রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury