সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে প্রথমবার বিধানসভা নির্বাচন চলছে। সারা বিশ্ব এই নির্বাচনের দিকে নজর রেখেছে। স্থানীয় দলগুলির পাশাপাশি বিজেপি, কংগ্রেসও নির্বাচনে লড়াই করছে।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার এক জনসভায় অসুস্থ হয়ে পড়েন খাড়গে। তবে অসুস্থ হয়ে পড়লেও, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামলে নেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগেন কংগ্রেস সভাপতি। তিনি দাবি করেন, আরও অনেকদিন বেঁচে থাকবেন। খাড়গে বলেন, ‘যাই হোক না কেন, আমরা জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার জন্য লড়াই করব। আমি এইভাবে চলে যাব না। আমার বয়স ৮৩ বছর। খুব তাড়াতাড়ি আমার মৃত্যু হবে না। মোদীকে না সরানো পর্যন্ত আমি বেঁচে থাকব। আমি আপনাদের কথা শুনব এবং আপনাদের জন্য লড়াই করব।’
বিজেপি-কে তোপ খাড়গের
রবিবার কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন এক হেড কনস্টেবল। তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সময়ই অসুস্থ হয়ে পড়েন খাড়গে। দলীয় নেতারা তাঁকে ধরে চেয়ারে বসিয়ে দেন। কিছুক্ষণ পরেই অবশ্য উঠে দাঁড়ান কংগ্রেস সভাপতি। তিনি ফের বক্তৃতা শুরু করেন। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে খাড়গে বলেন, ‘রিমোট কন্ট্রোলের মাধ্যমে জম্মু ও কাশ্মীর চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। ওঁরা কোনওদিন নির্বাচন আয়োজন করতে চাইছিলেন না। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে কেন্দ্রীয় সরকার।’
এখন কেমন আছেন কংগ্রেস সভাপতি?
কংগ্রেস নেতারা জানিয়েছেন, খাড়গে এখন স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। কংগ্রেস সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর জানিয়েছেন, ‘জসরোতায় জনসভায় বক্তব্য পেশ করছিলেন মল্লিকার্জুন খাড়গে। সেই সময় তিনি হঠাৎ অস্বস্তি বোধ করতে থাকেন। তাঁর সংজ্ঞা হারানোর মতো পরিস্থিতিও তৈরি হয়। পাশে যাঁরা ছিলেন তাঁরা ধরে চেয়ারে বসান।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নির্বাচনে দাঁড়াচ্ছেন সংসদ হামলার মাস্টারমাইন্ড আফজল গুরুর ভাই! নজরে জম্মু কাশ্মীর ভোট
Modi Government 3.0: অভিন্ন দেওয়ানি বিধি থেকে পাক-অধিকৃত কাশ্মীর, ধাক্কা খাচ্ছে একাধিক পরিকল্পনা