শীতের শুরুতেই বরফের চাদরে ঢাকল সিকিম, ব্য়াগ গুছাচ্ছেন পর্যটকরা

  • শীতের শুরুতেই ফের একবার তুষারপাত উত্তর সিকিমে
  • এবারে তুষারপাত হল উত্তর সিকিমের লাচেনে
  •  তুষারপাতের জেরে খুশি পর্যটক মহল
  •  অন্যদিকে, তুষারপাতের জেরে বন্ধ হয়ে পড়েছে একাধিক রাস্তা  
     

Asianet News Bangla | Published : Dec 14, 2019 3:30 AM IST / Updated: Dec 14 2019, 09:17 AM IST

শীতের শুরুতেই ফের একবার তুষারপাত উত্তর সিকিমে। এবারে তুষারপাত হল উত্তর সিকিমের লাচেনে। তুষারপাতের জেরে খুশি পর্যটক মহল। অন্যদিকে, তুষারপাতের জেরে বন্ধ হয়ে পড়েছে একাধিক রাস্তা। যার দরুণ সমস্যায় দেখা দিয়েছে কিছুটা। 

নাগরিকত্ব আইন না মেনে উপায় নেই মমতাদের, দাবি কেন্দ্রীয় সরকারের

এই নিয়ে শীতের শুরুতে দ্বিতীয় দফায় তুষারপাত উত্তর সিকিমের লাচেনে। সিকিমে তুষারপাতের জেরে উত্তরের জেলাগুলির তাপমাত্রা অনেকটা কমে এসেছে। জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। অন্যদিকে, তুষারপাতের জেরে উত্তর সিকিমের লাচেন থেকে গুরুডুংমার পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে বহু পর্যটককে সেখানে আটকে পড়তে হয়। 

তবে বরফ দেখে আনন্দের শেষ নেই পর্যটকদের। ইতিমধ্য়েই পর্যটন এজেন্সির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ভ্রমণ পিপাসুরা। সবার মুখেই এক কথা, শীতের শুরুতেই এই অবস্থা হলে পরবর্তীকালে বরফের অভাব হবে না প্রযটকদের জন্য। তাই ব্যাগ গুছিয়ে এখন শুধু সিকিম যাওয়ার পালা। 

চাকরিপ্রার্থীদের জন্য় সুখবর, মেট্রো রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

Share this article
click me!