সংক্ষিপ্ত

  • মেট্রোরেলে বিভিন্ন পোস্টের জন্য় প্রচুর নিয়োগ
  • মেট্রোরেলে মোট শুন্য়পদ রয়েছে ১৪৯৩ টি 
  •  বয়স সীমা হতে হবে, ১৮ থেকে ২৮ বছরের মধ্য়ে
  • এই চাকরিতে সর্ব-নিম্ন বেতন হল ৩৭,০০০ টাকা 

মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড বিভিন্ন পোস্টের জন্য় একটি আবেদন পত্র প্রকাশ করেছে। যারা এখানে আবেদন করতে চান, তাদের জন্য় মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড-র অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য় দেওয়া হয়েছে। এই চাকরির নুন্য়তম বেতনও যথেষ্ট স্বচ্ছল। 

আরও পড়ুন, নাগরিকত্ব আইন নিয়ে পথে নামছে তৃণমূল, আন্দোলনের ডাক দিলেন মমতা

মূলত দুটি পদে নিয়োগ চলছে, পোস্টের নাম ১) জুনিয়র ইঞ্জিনিয়র। ২) মেন্টেনার। এখানে মোট শুন্য়পদ রয়েছে ১৪৯৩ টি। এই চাকরি যারা পাবেন, মোটা বেতনের অধিকারী হবেন। মেট্রো রেলের এই চাকরিতে সর্ব-নিম্ন বেতন হল ৩৭,০০০ টাকা। তবে এই চাকরিতে বয়সের কিছু নিয়মবিধি রয়েছে। বয়স সীমা হতে হবে, ১৮ থেকে ২৮ বছরের মধ্য়ে। শিক্ষাগত যোগ্য়তা হতে হবে ১০ ক্লাস পাশ অর্থাৎ মাধ্য়মিক পাশ হলেই এই চাকরি আগ্রহীরা আবেদন করতে পারবেন। দিল্লি মেট্রোরেল-এর অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই আগ্রহীরা আবেদন করতে পারবেন। 

আরও পড়ুন, গড়িয়াহাটে বৃদ্ধা খুনের রহস্য়ে জড়িয়ে কে, তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়

এই খবরে স্বভাবতই খুশি শিক্ষার্থী তথা কর্মহীন সাধারণ মানুষ। তাই মেট্রো সম্প্রসারণের সঙ্গে মেট্রো রেলের এই চাকরি হাসি ফোটাবে অনেকেই। বলা যায় শিক্ষাগত যোগ্য়তা থাকা সত্ত্বেও যাদের এখনও চাকরি হয়নি, তাদের জীবনে নতুন মোড় নেবে মেট্রো রেলের এই চাকরি।