জম্মুতে ঘন জঙ্গলে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার, গুরুতর আহত দুই পাইলট

জম্মু কাশ্মীরের উধমপুর জেলার শিবগড় ধর এলাকায় ঘন জঙ্গলে ভেঙে পড়ে আর্মি কপ্টারটি। ডিআইজি উধমপুর রেইসি রেঞ্জ সুলেমান চৌধুরী জানান, কপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই পুলিশের দল এলাকায় যায়।

ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার (Helicopter crash)। জম্মু কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) স্থানীয় সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যায়। জম্মু কাশ্মীরের উধমপুর জেলার শিবগড় ধর (Shiv Garh Dhar) এলাকায় ঘন জঙ্গলে ভেঙে পড়ে আর্মি কপ্টারটি। ডিআইজি উধমপুর রেইসি রেঞ্জ সুলেমান চৌধুরী জানান, কপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই পুলিশের দল এলাকায় যায়। 

এখনও পর্যন্ত জানা যায়নি হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, নাকি অবতরণ করার সময় হার্ড ল্যান্ডিং হয়েছে। পুলিশের অনুমান ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে পুলিশকে খবর দেন। ভারতীয় সেনা এক বিবৃতিতে জানায়, আর্মি অ্যাভিয়েশন হেলিকপ্টার পত্নীটপের কাছে হার্ড ল্যান্ডিং করে। দুই পাইলট গুরুতর জখম হন। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari