প্রকৃতির কোলে বিদ্যুৎহীন ভাবেই ভেবে রয়েছেন এই মহিলা

  • গারওয়ার কলেজের প্রাক্তন শিক্ষিকা হেমা দেবীর বর্তমান বেঁচে থাকার সঙ্গী তাঁর পুষ্যি।
  • অসংখ্য সবুজ গাছে এসে বসা পাখিদের কিচিরমিচির, বেড়ালের ডাক, বেজির দৌড়োদৌড়ি এসবই সঙ্গী তাঁর।
  • এখানে বসেই প্রকৃতি বিষয়ে নানা বই লিখেছেন এই বৃদ্ধা।
arka deb | Published : May 8, 2019 1:26 PM IST / Updated: May 08 2019, 06:58 PM IST

এসি ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। বাড়ি-অফিস তো আছেই। এমনকী বাস-ট্রামটুকুও বাতানুকুল হলেই যেন ভাল হয়। এই বিশ্বাসেই আপাতত থিতু আমরা। আর  আমাদের এই চালু অভ্যেসকেই চ্যালেঞ্জ করছেন তিনি।

অধ্যাপিকা হেমা সানে। মহারাষ্ট্রের বাসিন্দা এই ভদ্রমহিলা তাঁর নিজের বাড়িতে  দিব্যি বছরের পর বছর বেঁচে রয়েছেন বিদ্যুৎ ছাড়া। তাঁর বর্তমান বয়েস ৭৯।  সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট, গারওয়ার কলেজের প্রাক্তন শিক্ষিকা হেমা দেবীর বর্তমান বেঁচে থাকার সঙ্গী তাঁর পুষ্যি। অসংখ্য সবুজ গাছে এসে বসা পাখিদের কিচিরমিচির, বেড়ালের ডাক, বেজির দৌড়োদৌড়ি এসবই সঙ্গী তাঁর। এখানে বসেই প্রকৃতি বিষয়ে নানা বই লিখেছেন এই বৃদ্ধা।

Latest Videos

অনেকে এসেছে ফার্ম হাউজের জন্যে বাড়ি কিনতে। আরও নানা প্রলোভন ছিল জীবনের, আরামের হাতছানি ছিল। কিন্তু কোনও ভাবেই তাঁকে নিজের সিদ্ধান্ত থেকে নড়ানো যায়নি। গাছ হোক বা পাখি, নিজের হাতেই চারপাশের পরিচর্যা করেন হেমাদেবী। সুবিধে অসুবিধে কেউ জিজ্ঞেস করলে মনে করিয়ে দেন বুদ্ধের বাণী, "নিজের জীবনের পথ খুঁজতে হবে নিজেকেই।"
 

Share this article
click me!

Latest Videos

এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today