SIR-এর আগে হারিয়ে ফেলেছেন আধার - ভোটার - জাতিগত শংসাপত্র? এভাবে ডাউনলোড করে নিন

Published : Nov 04, 2025, 03:00 PM IST
up special intensive revision sir 2025

সংক্ষিপ্ত

যদি আপনার কোনও কারণে হারিয়ে গিয়ে থাকে আধার, ভোটার, জাতিগত শংসাপত্র, তাহলে চিন্তার কোনও কারণ নেই। অনলাইনে কয়েক মিনিটেই ডাউনলোড করে নিতে পারবেন এই নথিগুলি।

SIR নিয়ে মানুষ এখনও চিন্তায় এবং বিভ্রান্তিতে রয়েছেন। ভোটার তালিকায় নাম রাখার জন্য কী করতে হবে, না হবে সেই নিয়েই চিন্তায় কাটছে। এদিকে ভোটার তালিকায় নাম রাখার জন্য যে যে ১১ নথির প্রয়োজন তারও তালিকা নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। সঙ্গে এও জানিয়েছে, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল তাদের নতুন করে আর কোনও নথি দিতে হবে না। এরই মধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে।

কিন্তু যদি কোনও কারণে হারিয়ে গিয়ে থাকে আধার, ভোটার, জাতিগত শংসাপত্র? চিন্তার কোনও কারণ নেই। অনলাইনে কয়েক মিনিটেই ডাউনলোড করে নিতে পারবেন এই নথিগুলি। চলুন জেনে নিন পদ্ধতি।

আধার কার্ড ডাউনলোড এর উপায় গুলি কী কী:

* প্রথমে www.uidai.gov.in-এ যান।

* ‘আধার অনলাইন সার্ভিসেস’ নামের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

* পাবেন ‘রিট্রিভ লস্ট UID/EID’ অপশন। সেটি ক্লিক করলেই খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে আপনাকে নাম, ই-মেল আইডি, মোবাইল নম্বর দিন। জানিয়ে দিন কবে আপনি আধার কার্ড চাইছেন নাকি এনরোলমেন্ট নম্বর।

* এবার OTP অপশনে ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইল অথবা ই-মেল আইডিতে পেয়ে যাবেন সেই OTP নম্বর। চটপট OTP সাবমিট করন।

* ব্যস, আপনার কাজ শেষ। এবার নিজের মোবাইল ও ই-মেল চেক করে দেখুন আধার UID অথবা এনরোলমেন্ট নম্বরটি এসে গিয়েছে কিনা। তাহলে দেরি না করে ই-কপিটি ডাউনলোড করে ফেললেই ফের হাতে এসে যাবে আধার কার্ড।

ভোটার কার্ড ডাউনলোড এর উপায় গুলি কী কী:

* প্রথমে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline অ্যাপ ডাউনলোড করতে হবে।

* এই অ্যাপে গিয়ে ভোটার কার্ডে থাকা EPIC Number বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

* তারপর লগইন করুন।

* রেজিস্টার করা মোবাইল নম্বর আর EPIC Number দিয়ে আপনার রাজ্য বেছে নিয়ে Fetch Details-এ ক্লিক করতে হবে।

* ব্যাস, এরপর অ্যাপের নির্দেশ মেনে ডাউনলোড করা যাবে ই-ভোটার কার্ড।

জাতিগত শংসাপত্র ডাউনলোডের পদ্ধতি গুলি কী কী :

* প্রথমে https://castcertificatewb.gov.in/- লিংকে ক্লিক করুন।

* বেছে নিন SC/ST অপশন।

* ক্লিক করলেই পাবেন ‘ডাউনলোড সার্টিফিকেট’ অপশন।

* সার্টিফিকেট নম্বর ও আবেদনকারীর নাম দিন। ব্যস, আপনার কাজ শেষ। এবার ডাউনলোড করে নিন সার্টিফিকেট।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কতদিন চলবে IndiGo এই বিভ্রাট? ক্ষমা চেয়ে বিস্তারিত জানিয়ে দিন বিমান সংস্থা
দেশজুড়ে ইন্ডিগো-র অব্যবস্থার জেরে সমস্যায় যাত্রীরা, পরিষেবা স্বাভাবিক করতে আসরে নামল ডিজিসিএ