মত্ত ট্রাক ড্রাইভারের বেপরোয়া গতির বলি অন্তত ১৯, আহত ৫০ জন, রাজস্থানের ঘটনায় শোক প্রকাশ মোদীর

Published : Nov 03, 2025, 06:26 PM IST
Jaipur Accident Latest News Pictures  Video

সংক্ষিপ্ত

Jaipur Road Accident News: রাজস্থানের জয়পুরে মর্মান্তিক ঘটনা। মত্ত ট্রাক চালকের বেপরোয়া গতির বলি অন্তত ১৯ জন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদব…

Jaipur Road Accident News: মত্ত ট্রাক ড্রাইভারের বেপরোয়া গতির বলি অন্তত ১৯ জন। আহত কমপক্ষে ৫০। সোমবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের লোহামাণ্ডি রোড এলাকায়। বেপরোয়া ধাক্কায় প্রাণ হারানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযুক্তকে ধরে কঠোর সাজা দেওয়ার কথাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি। এছাড়াও নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। 

 

 

জয়পুরে বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ

রাজস্থান পুলিশ সূত্রে খবর, সোমবার রাজস্থানের জয়পুরের লোহামান্ডি এলাকায় একটি ট্রাক বেপরোয়া গতিতে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। সেই সময় লোহামাণ্ডি রোডে থাকা উল্টো দিকের একের পর এক গাড়ি-লড়ি, বাইক হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যাচ্ছিল ওই ডাম্পারটি। জানা গিয়েছে, এই ভাবেই অন্তত পাঁচ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রাকটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মত্ত ট্রাক চালকের বেপরোয়া গতির কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন পথচলতি সাধারণ মানুষ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০ জন মানুষ।

 

 

গোটা ঘটনায় নিহতদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে। এবং প্রশাসনের তরফে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্ত ঘাতক চালককে আটক করেছে পুলিশ। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল