মহিলা বাথরুমে গোপন ক্যামেরায় নজরদাারি, পুনের ঘটনায় চাঞ্চল্য

  • সংবাদের শিরোনামে পুনের একটি ক্যাফে
  • কাফেটির মহিলা শৌচালয় থেকে উদ্ধার গোপন ক্যামেরা 
  • সমালোচনার মুখে পুনের কাফেটি 
  • দুর্বৃত্তকে আড়ালের চেষ্টা কাফে কর্তৃপক্ষের
Tamalika Chakraborty | Published : Nov 7, 2019 10:07 AM IST

সংবাদের শিরোনামে চলে এল পুনের একটি কাফে। না, ভালো খাবারের জন্য  দেশের সংবাদমাধ্যমের শিরোনামে আসেনি। পুনের  ওই কাফের মহিলা শৌচালয়ে সন্ধান পাওয়া গিয়েছে  লুকানো ক্যামেরা। আর খবর প্রকাশিত হওয়ার পর থেকেই  এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।  জানা গিয়েছে এক জন মহিলা শৌচালয়টি ব্যবহার করার সময় লুকোনো ওই ক্যামেরা দেখতে পান। 


রেস্তোরাঁটার নাম কাফে বিহেভ।   পুনের হিনজেওয়াদি এলাকায় এটি অবস্থিত।  ওই মহিলা শৌচালয়ের যেখানে ক্যামেরা পাওয়া গিয়েছে, তার ছবি নিজের মোবাইলে তুলে স্যোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবি প্রকাশের পাশাপাশি ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমরা কয়েকজন পুনের কাফে বিহেভে গিয়েছিলাম। সেখানে মহিলা শৌচালয়ের ভিতর আমি একটি ক্যামেরা দেখতে পাই। এমনভাবে ক্যামেরাটা রাখা ছিল যাতে কেউ দেখতে না পায়। ভাগ্যক্রমে আমার চোখে পড়ে যায়। তৎক্ষণাৎ আমি ম্যানেজমেন্টকে জানাই। তাঁরা আমাকে দশ মিনিট বাইরে অপেক্ষা করতে বলে। তার মধ্যে ওরা ক্যামেরাটা বাইরে বের করে আনবেন। কিন্তু কেন ক্যামেরা পাওয়া গেল, সেই বিষয়ে কোনও সদুত্তর  ক্যাফেটি থেকে জানানো হয়নি।' 

Latest Videos


তিনি আরও জানান,  'মহিলা শৌচালয়ে কেন ক্যামেরা পাওয়া গেল, সেই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। এমনকী  এই বিষয়ে তদন্তেরও কোনও আশ্বাস দেওয়া হয়নি। আমরা কাফের মধ্যেই অশান্তি শুরু করি।  তখন কর্তৃপক্ষ চুপ করার জন্য আমাদের ঘুষ দেওয়ারও চেষ্টা করে।' এই খবর ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় কাফে বিহেভের নিন্দায় মশগুল হয়ে পড়েন নেটিজেনরা।  টুইটারে এর প্রতিক্রিয়া দেখিয়েছে  পুনে পুলিশ। ঘটনার তদন্তের আশ্বাস পুনে পুলিশের তরফে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari