ফের ফিরে আসতে পুলওয়ামা জঙ্গি হামলার স্মৃতি। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির তরফ থেকে এমনটাই আশঙ্কা করা হচ্ছে বলে খবর। প্রসঙ্গত ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের পরই কাশ্মীর ও তার সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি নাশকতার সম্ভাবনা প্রথম থেকেই ছিল।
আর এবার পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর তরফে ঠিক পুলওয়ামার কায়দায় জঙ্গি নাশকতা করতে পারে বলে মনে করা হচ্ছে। কাশ্মীর উপত্যকার পাশাপাশি আরও সাতটি রাজ্যে জঙ্গি নাশকতার সম্ভাবনা রয়েছে বলে খবর।
আরও পড়ুন- ফণীর রেশ কাটতেই বন্যা পরিস্থিতি, ওড়িশার একাধিক জেলায় জারি সতর্কতা
প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ- যেভাবে হামলা চালিয়েছিল তার স্মৃতি এখনও সুস্পষ্ট। ফের একই কায়দায় জঙ্গি হামলা হতে পারে বলে দেশের সাত রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দিল্লি, রাজস্থান, পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ জারি হাই অ্যালার্ট।
আরও পড়ুন- সন্ত্রাসে অর্থ জোগান দেওয়ার অভিযোগ, হাফিজ সইদের বিরুদ্ধে মামলা রুজু করল পাকিস্তান
পাশাপাশি দেশের সব গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। সামনেই ১৫ অগাস্ট। এমনিতেই দেশজুড়ে বাড়তি নিরাপত্তার বলয় রয়েছে। তার ওপর এই ধরণের জঙ্গি নাশকতার সম্ভাবনার কথা মাথায় রেখেই আরও সতর্ক প্রশাসন।