গত কয়েকদিন ধরে প্রতিদিনই দৈনিক আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ছে ভারত। সেই ধারা বজয়া থাকল সোমবারও। এদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ধর্মাস্থান, হোটেল , রেস্তোরাঁ, শপিং মলের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় ভারতে করনো আক্রান্ত হয়েছেন ৯,৯৮৩ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন।
আক্রান্তের মৃত মৃতের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২০৬ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭,১৩৫ জনের।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে করোনা থেকে সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন। ফলে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৫ হাজার ৩৮১। এদিকে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত ভারতের মধ্যে সবচেয়ে আগে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৯৭৫। সেখানে করোনার উৎসস্থল চিনে করোনা আক্রান্তরে সংখ্যা ৮৩ লক্ষ। ফলে একা মহারাষ্ট্রই চিনের মোট আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল। মহারাষ্ট্রের মধ্যে মুম্বইতে সবচেয়ে আক্রান্তের সংখ্যা বেশি। বাণিজ্যনগরতী করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ।
করোনা সংক্রমণে এখনো দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিকে রাজধানী দিল্লিতেও পরিস্থিতি ক্রমে আয়ত্বের বাইরে যাচ্ছে। জুনের শেষে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।