হিজাব নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে কর্ণাটকে, বললেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ

হিজাব বিতর্কের  নয়া মোড় । কর্ণাটক রাজ্য সরকারের সর্বোচচ  আদালত জানায়  যে সুপিম কোর্টের চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত তাদের রাজ্যে হিজাব নিষেধাজ্ঞা জারি থাকবে।

কর্ণাটকের হিজাব ইস্যুতে সুপ্রিম কোর্ট বিভক্ত রায় দেবার পর ,কর্ণাটক রাজ্য সরকারের সর্বোচ আদালত জানায়  যে সুপিম কোর্টের চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত তাদের রাজ্যে হিজাব নিষেধাজ্ঞা জারি থাকবে।      

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ সাংবাদিকদের বলেন  যে সুপ্রিম কোর্ট  রায় না দেওয়া পর্যন্ত তারা নিজেদের রাজ্যে হিজাব নিষেধাজ্ঞা বজায় রাখবেন  । স্কুল-কলেজে হিজাব থাকবে না। তিনি বলেন যে  কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠাগুলিতে  হিজাব নিষিদ্ধ করার অনুমতি দেওয়ার জন্য হাইকোর্টের উপর চাপ সৃষ্টি করা হয়েছে  তিনি আপাতত এখন শিক্ষার্থীদের , তাদের সরকারী আদেশে উল্লিখিত নির্ধারিত ইউনিফর্ম পরেই  আসতে বলেছেন ।

Latest Videos

বিচারপতি হেমন্ত গুপ্তা হিজাব নিষিদ্ধের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করলেও বিচারপতি সুধাংশু ধুলিয়া তাদের অনুমতি দেন।

নাগেশ বলেছিলেন যে তারা  আশা করছিলেন হিজাব সংক্রান্ত বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট আরো নিরপেক্ষ রায় দেবেন  । কিন্তু এখন তা উচ্চতর বেঞ্চে চলে গেছে। কর্ণাটক শিক্ষা আইন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো ধর্মীয় আচরণ করা আইন  বিরুদ্ধ । এই ভিত্তিতেই  তাদের হিজাব ছাড়াই আসা উচিত বলে জানান মন্ত্রী।

তিনি  সারা বিশ্বের  নারীদের উপর হিজাব না চাপানোর দাবি করছে।এবং সেকারণেই কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানান তিনি । কোনো শিক্ষার্থী শ্রেণীকক্ষের ভেতরে হিজাব পরতে পারবে না সেদিনের সেই সাংবাদিক বৈঠকে স্পষ্ট করেন তিনি। 

গত বছরের ডিসেম্বরে, উদুপির ছয়টি মুসলিম কলেজছাত্রীকে সরকারি পিইউ কলেজ ফর গার্লসের গেটে থেকে কলেজ চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি । হিজাব পরিহিত ওই ছয়টি মেয়েকে ক্লাসেও যেতে বাধা দেওয়া হয়। স্থানীয় বিজেপি বিধায়ক, রঘুপতি ভাট, যিনি ওই কলেজের উন্নয়ন কমিটির প্রধান,তিনি  মেয়েদের ড্রেস কোড অনুসরণ করার পরামর্শ দিয়েসিসহিলেন তখন । মেয়েরা সেই নিয়ম প্রত্যাখ্যান করেছিল এবং তাদের হিজাবের পরিবর্তে ক্লাস করা ছেড়ে দিয়েছিলো । তারা কর্ণাটক হাইকোর্টে একটি রিট পিটিশনও দাখিল করে এবং জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়। মামলাটি সুপ্রিম কোর্টে গেলেও  তারা স্বস্তি পায়নি এখনো। 

আরও পড়ুন ভোটমুখী হিমাচলে প্রধানমন্ত্রী মোদী, উনা-দিল্লি বন্দে ভরত ট্রেনের উদ্বোধন করে কংগ্রেসকে তোপ

আরও পড়ুন লড়াই শেষ, জঙ্গিদের গুলিতে গুরুতর আহত ভারতীয় সেনার অ্যাসল্ট ডগ 'জুম' চলে গেল

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?