লড়াই শেষ, জঙ্গিদের গুলিতে গুরুতর আহত ভারতীয় সেনার অ্যাসল্ট ডগ 'জুম' চলে গেল

জঙ্গিদের দমন করার জন্য ও সনাক্ত করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। দক্ষিণ কাশ্মীরের সেনা অভিযানে প্রথম সারিতেই ছিল জুম। সেনা সূত্রের খবর একটি বাড়ির মধ্যে লুকিয়ে ছিল জঙ্গিরা। জুম সেই বাড়ির মধ্যে প্রবেশ করতেই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে দুটি গুলি লাগে জুমের।

দুপুর বারোটা, লড়াই শেষ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অনুপ্রবেশের বিরুদ্ধে সব লড়াই শেষ করে চলে গেল ভারতীয় সেনার অ্যাসল্ট ডগ 'জুম'। সেনা আধিকারিকদের মতে, জুম প্রায় ১১.৪৫ অবধি চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছিল। কিন্তু আচমকা হাঁপাতে শুরু করে সে। তখনই প্রাণ হারায় সে। শ্রীনগরের আর্মি ভেটেরিনারি হাসপাতালে একটি মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে ছিল জুম বলে সেনা আধিকারিকরা জানান। জুম উচ্চ প্রশিক্ষিত, হিংস্র ও প্রতিশ্রুতিবদ্ধ সারমেয় ছিল।

জঙ্গিদের দমন করার জন্য ও সনাক্ত করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। দক্ষিণ কাশ্মীরের সেনা অভিযানে প্রথম সারিতেই ছিল জুম। সেনা সূত্রের খবর একটি বাড়ির মধ্যে লুকিয়ে ছিল জঙ্গিরা। জুম সেই বাড়ির মধ্যে প্রবেশ করতেই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে দুটি গুলি লাগে জুমের। গুলিবিদ্ধ অবস্থাতেও জুম দীর্ঘ সময় সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে অভিযানে সামিল হয়েছিল। এই এনকাউন্টারে লস্কর -ই - তৈবার দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আহত হন এক সেনা জওয়ান।

Latest Videos

আরও পড়ুন

বান্ধবীর বাড়ির পেছন থেকেই উদ্ধার অয়ন মণ্ডলের মানিব্যাগ, এখনও নাগালের বাইরে নিহতের মোবাইল ফোন

শ্যালিকার মেয়ের সঙ্গে সম্পর্ক, এরপর নিজের মেয়ের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার লোভেই কি খুন হয়েছিলেন হাওড়ার রেলকর্মী?

অন্যের সঙ্গে দুর্গা-দর্শন পছন্দ হয়নি প্রেমিকের, ধর্ষণ করে হত্যার চেষ্টা প্রেমিকাকে

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাংপাওয়া গ্রামে একটি এনকাউন্টার শুরু হওয়ার পর জুম বাহিনীকে দুই জঙ্গিকে নির্মূল করতে সাহায্য করেছিল। রবিবার রাতে অনন্তনাগ জেলার কোকেরনাগের কাংপাওয়াস গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের একপ্রস্থ গুলির লড়াই হয়। সেখানে দুই জঙ্গি আহত হয়। এখনও এক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান ভারতীয় সেনা বাহিনীর। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারের মধ্যেই পড়ে গিয়েছিল জুম। সেই সময়ই সেটি গুরুতর চোট পায় বলে অনুমান চিকিৎসকদের। 

ভারতীয় সেনা বাহিনীর চিনার কর্পস টুইট করে জুমের দ্রুত আরোগ্য কমানা করে। সেনা বাহিনীর পক্ষ থেকে জানান হয়, জুম অভিযানের সময় সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে গিয়ে গুরুতর আহত হয়েছে। তাকে শ্রীনগর আর্মি হাসপাতালে ভর্তি করা হয়। জুমের দ্রুত আরোগ্য কামনা করে ভারতীয় সেনা বাহিনী। সেনা বাহিনীর এই বার্তার পরিপ্রেক্ষিতে অনেকেই জুমের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান। পাশাপাশি সেনা কুকুরের জন্য আরোগ্য কামনা করেন।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)