প্রবল বর্ষণে বেহাল হিমাচল প্রদেশ। গত ৫০ বছরে এমন ভয়ানক বৃষ্টি হয়নি হিমাচল প্রদেশ জুড়ে । বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল, বাধ্য হয়ে জল পেরিয়ে হাঁটছেন পর্যটকরা ।
প্রবল বর্ষণে বেহাল হিমাচল প্রদেশ, গত ৫০ বছরে এমন ভয়ানক বৃষ্টি হয়নি হিমাচল প্রদেশ জুড়ে । বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা, কোথাও আবার জলের তোড়ে ধ্বসে গিয়েছে রাস্তা ।
রাস্তার ওপর দিয়েই তীব্রগতিতে জল বয়ে চলেছে, বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল । বাধ্য হয়ে জল পেরিয়ে হাঁটছেন পর্যটকরা ।