হিমাচলে প্রচারের শেষ দিনে কংগ্রেসের তুরুপের তাস সেই প্রিয়াঙ্কা, ৬৮ বিধানসভা একসঙ্গে ভোট প্রচার

হিমাচল প্রদেশের নির্বাচন আগাী ১২ নভেম্বর। আজই হল প্রচারের শেষ দিন। কংগ্রেস শেষ দিনের প্রচারে রীতিমত জোর দিচ্ছে। প্রায়াঙ্কা গান্ধীর সঙ্গ একগুচ্ছ স্টার প্রচারক এদিন পাহাড়ি রাজ্যে প্রচার করবে।

 

আজ আর্থাৎ বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ভোট প্রচারের শেষ দিন। এদিনই কংগ্রেস বিজেপি আর আপ তিন দলই দিনভর ঠাসা প্রচার কর্মসূচি নিয়েছে। তবে শেষ দিনের প্রচারে এখনও পর্যন্ত কিছুটা হলেও এগিয়ে রয়েছে কংগ্রেস। কারণ এদিন নির্বাচনে প্রচারে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মূলত সিমলা এলাকাতেই শেষ দিনের প্রচার করবেন প্রিয়াঙ্কা।

১২ নভেম্বর হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এদিনই কংগ্রেসও এসঙ্গে ৬৮টি কেন্দ্রে নির্বাচনী সমাবেশ করার পরিকল্পনা করেছে। বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। আর সেই কারণে কংগ্রেসের মূল স্লোগান , 'বুথ জিতো হিমাচল জিতো।' দলের পক্ষ থেকেই একটি বিবৃতি দিয়ে জানান হয়েছে একই দিনে একগোটে রাজ্যের ৬৮টি বিধানসভা কেন্দ্রে ভোট প্রচার করবে কংগ্রেস।

Latest Videos

এদিন দলের স্টার ক্যাম্পেনাররাও হিমাচলে প্রচার করবেন। কংগ্রেস নেতা বিজয় আশির্বাদ মন্দিরে যাবেন। তারপর তিনি রোড শো করবেন। অন্যদিকে এদিন প্রচার করবেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, ভূপেশ বাঘেলা, শচীন পাইলট, রাজীব শুক্লা। প্রিয়াঙ্কা গান্ধী সিরমাউর জেলায় একটি সমাবেশ করার পাশাপাশি সিমলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন কংগ্রেসের জন্য।

গত সপ্তাহে কংগ্রেস ১০ টি প্রতিশ্রুতি দিয়ে হিমাচল প্রদেশের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ১ লক্ষ সরকারি চাকরির আশ্বাস। রাজ্যে সবমিলিয়ে ৫ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি। মোট কথা রাজ্যের বেকারত্বকে হাতিয়ার করেই কংগ্রেস ভোটে লড়াই করতে চাইছে। পাশাপাশি মহিলাদের জন্য ১৫০০ টাকা অনুদান দেওয়া ও ১৩৯৯ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস।

অন্যদিকে কংগ্রেসের ইস্তেহারে হিমাচল প্রদেশের প্রতিটি বিধানসভায় চারটি করে ইংরেজি মাধ্যমের স্কুল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিনামূল্যে চিকিৎসার জন্য মোবাইল ক্লিনিক তৈরি হবে। পাশাপাশি রাজ্যের গরীব মানুষের থেকে ২ টাকার গোবর ১০ টাকায় কেনারও প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন কংগ্রেসের যদি কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে। চুক্তির ভিত্তিতে নয় গোটা দেশেই সেনা বাহিনীতে নিয়োগ হবে আগের নিয়মে। কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন ছত্তিশগড়ে ভোট প্রতিশ্রুতি হিসেবে কংগ্রেস কৃষি ঋণ মুকুব করেছিল। কংগ্রেস প্রতিশ্রুতি পুরণ করে বলেও দাবি করেন প্রিয়াঙ্কা। বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি পুরণ করে না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ 

'এক দো তিন...' , হিমাচলে রাস্তায় খারাপ হওয়া বাস ঠেললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর - দেখুন ভিডিও

বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ধাক্কা খেল গুজরাটে, দল ছাড়লেন ১০ বারের বিধায়ক

'এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ'- এটাই G20র মূলমন্ত্র বললেন প্রধানমন্ত্রী মোদী

 

 

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury