সংক্ষিপ্ত

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের আবাক করা কাণ্ড। রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস ঠেলে সরিয়ে দিলেন। যানজট কেটে স্বাভাবিক হল পথ।

 

হিমাচলের নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেখানেই ঘটল এই অবাক করা কাণ্ড। তিনি নিজের গাড়ি থেকে নেমে ধাক্কা লাগালেন একটি বাসে। আর সেই ছবি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।

হিমাচল প্রদেশের বিলাসপুরে একটি পাহাড়ি রাস্তায় যান্ত্রিক ত্রুটির কারণে থেকে গিয়েছিল একটি বাস। তাতে ওই এলাকায় রীতিমত যানজটের সৃষ্টি হয়। তীব্র যানজটে আটকে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি নিজের গাড়ি থেকে নেমে এসে পরিস্থিতি সামাল দেন। কেন্দ্রীয় মন্ত্রী গাড়ি থেকে নেমে এসে 'এক, দো তিন ....' বলেই বাসে ধাক্কা দেন। তাঁর সঙ্গে এলাকায় থাকা মানুষও তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে বাসটি ঠেলতে থাকে।

 

 

পাহাড়ী রাজ্য হিমাচল প্রদেশের ক্ষমতা নিজেদের দখলে রাখতে মরিয়া প্রয়াস করছে বিজেপির। এলাকায় দলের প্রধান মুখই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সকাল থেকে প্রচার আর দলীয় কাজে ব্যস্থ রয়েছেন তিনি। মঙ্গলবার ঠাকুর ঝুমারভি, ঝান্ডুতা ও সদর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারসভা করেন অনুরাগ ঠাকুর। সেখানে তিনি নির্বাচনী ভাষণ দেন। তবে এর আগেও অনুরাগ ঠাকুরকে স্বচ্ছ ভারত প্রকল্পের অভিযানে সামিল হয়ে ঝাঁট দিতে দেখা গিয়েছিল। পাশাপাশি সাইকেল চালাতেও দেখা গিয়েছিল তাঁকে। জনসংযোগে বিজেপির নেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। 

বরিবার বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি রাজ্যতে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। তিনি আরও বলেন গেরুয়া শিবির হিমাচল প্রদেশে সর্বাত্মক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্যের উন্নয়ন আর সাধারণে মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই বিজেপির একমাত্র কাজ।

৬৮ আসনের হিমাচল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। ফল প্রকাশ করা হবে ৮ ডিসেম্বর। বিজেপি ছাড়াও হিমাচল প্রদেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস, আম আদমি পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিজেপির হয়ে বেশ কয়েকটি প্রচারসভায় অংশ নিয়েছেন। তিনি রোডশো করেছে। মোদীর নির্বাচনী প্রচারে ব্যাপক সাড়াও পড়েছে। বিজেপি ও আপ র সঙ্গে তালে তাল মিলিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনী সভা করেছে। কথা বলেছেন স্থানীয়দের সঙ্গে। এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী বদল করেই নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেও চেষ্টা করেছে গেরুয়া শিবির।