Bear Rescue-বনকর্মীদের জালে ডুয়ার্সের ত্রাস হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্বস্তিতে এলাকাবাসী

Published : Dec 20, 2021, 01:06 AM ISTUpdated : Dec 20, 2021, 11:22 AM IST
Bear Rescue-বনকর্মীদের জালে ডুয়ার্সের ত্রাস হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্বস্তিতে এলাকাবাসী

সংক্ষিপ্ত

বড়সড় দুর্ঘটনা এড়াতে গোটা এলাকা ঘিরে ফেলেছিল বানারহাট থানার পুলিশ। ঘুমপাড়ানি গুলির সাহায্যে বনকর্মীদের জালে ধরা দেয় এই হিমলয়ান ব্ল্যাক বিয়ার। 

পাহাড়ি এলাকা হোক বা জঙ্গল, পর্যটকরা কিন্তু পশুপাখি দেখতে বেশ ভালইবাসেন। অনেক পর্যটক তো আবার বন্য পশু দেখার উদ্দশ্যেই বিভিন্ন স্থান ভ্রমন করে থাকেন। কিন্তু কখনও কখনও সেই বন্য পশুই হয়ে ওঠে সেই এলাকাসবাসীর ত্রাস। ঠিক এইরকমই একটা  ঘটনার সাক্ষী রয়েছে ডুয়ার্স এলাকা(Dooars)। লোকালয় থেকেই উদ্ধার হয় হিমালায়ান ব্ল্যাক বিয়ার(Himalayan Black Bear)। রবিবার সন্ধ্যায় বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়ি এলাকা থেকে একটি সাব অ্যাডাল্ট ভালুকটিকে উদ্ধার করা হয়। বেশ কয়েকদিন ধরেই ডুয়ার্স ও ডুয়ার্স সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ভালুক উদ্ধারের খবর প্রায়ই সামনে আসছে। শুধু ডুয়ার্সই(Dooars) নয়, জলপাইগুড়ি এলাকাতেও ভালুকের রাজত্ব বেশ খানিকটা বেড়েছে বলে জানা যাচ্ছে। এখান থেকে ভালুক উদ্ধার না হলেও মাঝে মধ্যেই নাকি তাদের দেখা মিলছে। আর তার ফলে এলাকাবাসীর দুশ্চিন্তাও বেশ খানিকটা বেড়েছে। এদিকে কয়েকদিন আগেই ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকয় ভালুকের দেখা মিলেছে বলে দাবি করেছিলন এলাকাবাসী। ঠিক তার দু-একদিনের মধ্যেই সেই এলাকার থেকে খানিকটা দূরেই উদ্ধার হল এই হিমালায়ান ব্ল্যাক বিয়ার(Himalayan Black Bear)। 

এই হিমালায়ান ব্ল্যাক বিয়ারকে প্রথমে দেখে অনেকেই বন্য শূকর বলে মনে করেছিলেন। কিন্তু পরে যখন লোকালয়ে তার দেখা মেলে তখন বোঝা যায় সেটি একটি একটি সাব অ্যাডাল্ট ভালুক। সঙ্গে সঙ্গে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে খবর দেওয়া হলে বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। কিন্তু এই হিমালায়ান ব্ল্যাক বিয়ারকে ধরা মোটেই সহজ কাজ ছিল না। দীর্ঘ প্রচেষ্টার পর ভালুকটিকে ঝাল দিয়ে ধরা হয়। বড়সড় দুর্ঘটনা এড়াতে গোটা এলাকা ঘিরে ফেলেছিল বানারহাট থানার পুলিশ। ঘুমপাড়ানি গুলির সাহায্যে বনকর্মীদের জালে ধরা দেয় এই হিমলয়ান ব্ল্যাক বিয়ার। তারপর সেটিকে  গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে  বন আধিকারিকদের নির্দেশে ভালুককে নেওড়া ভ্যালির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। ডুয়ার্সের উত্তর শালবাড়ি এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরেই এই ভালুকটিকে দেখা যাচ্ছেল বলে দাবি করছিলেন। কখনও দুরামারি, নাথুয়া কখনও আবার চানাডিবা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল এই হিমালায়ান ব্ল্যাক বিয়ার। অবশেষে রবিবার বিকেল ভালুকের ভয় থেকে স্বস্তি পেল এলাকাবাসী। 

আরও পড়ুন-ভয়-ডর একদম নেই, হাতে ব্যান্ডেজ নিয়েই হাসপাতালের বেডে দাঁড়িয়ে গলা খুলে গান একরত্তির

আরও পড়ুন-রাইস কুকারকে বিয়ে করলেন যুবক, ৪ দিন পরই দিলেন ডিভোর্স

রবিবার বিকেলে স্থানীয় কয়েক জন কিশোর মাঠে খেলছিল। সেই সময়ই বাঁশের ঝোপে কালো লোমশ প্রানীটিকে শুয়ে থাকতে দেখে তারা। তারপরই দৌঁড়ে গিয়ে এলাকার বড়দের এই বিষয়টি জানায়। তাঁরা গিয়ে সেই ভালুকটিকে দেখতে পান। মুহুর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে এই খবরটি। স্বাভাবিকভাবেই সেই খবর সোজা পৌঁছে যায় বন দপ্তরে। বন বিভাগের ওয়াইল্ড লাইফ ওয়াডেন সীমা চৌধুরী জানান, বিন্নাগুড়ি, মরাঘাট রেঞ্জের কর্মীরা গিয়ে ঘুমপাড়ানি গুলির সাহায্যে ভালুকটিকে উদ্ধার করে। সেই সঙ্গে তিনি বলেন, এই হিমালয়ান ব্ল্যাক বিয়ারের শারীরীক অবস্থাও ভালো রয়েছে। খুব শীঘ্রই তাকে নেওড়া ভ্যালির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি