Nuh Violence: হরিয়ানায় ফের হিন্দু মহিলাদের ওপর আক্রমণের অভিযোগ, শুক্রবার সকাল থেকে আবার সাম্প্রদায়িক অশান্তি

নুহ জেলার পুলিশ সূত্রে খবর, কয়েকজন মহিলা ও শিশু মিলে কুয়ো পূজন করতে যাচ্ছিলেন। সেই সময়েই তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়।

চলতি বছরের অগাস্ট মাসে সাম্প্রদায়িক হিংসার কারণে দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত ছিল হরিয়ানার নুহ জেলায়, মারামারি, অগ্নি সংযোগের ঘটনা থেকে শুরু করে মানুষের প্রাণ কেড়ে নেওয়াও হয়ে উঠেছিল নিত্য দিনের ঘটনা। হিন্দু ও মুসলমান, উভয় সম্প্রদায়েরই বহু মানুষ এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। দীর্ঘ দিন ধরে সমগ্র এলাকা জুড়ে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। তারপর আবার নভেম্বর মাসে উত্তপ্ত হয়ে উঠল নুহ (Nuh News)। 

-

সম্প্রতি, পুজো করতে যাওয়ার পথে কয়েকজন হিন্দু ধর্মীয় মহিলাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে জানা গেছে। মসজিদ এলাকা থেকেই পাথর ছোড়া হয়েছে বলে ওই মহিলারা অভিযোগ তুলেছেন। এর জেরে ৮ জন গুরুতর আহতও হয়েছেন। ঘটনার পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা। জেলার ডিএসপি জানিয়েছেন যে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

-

নুহ জেলার পুলিশ সূত্রে খবর, কয়েকজন মহিলা ও শিশু মিলে কুয়ো পূজন করতে যাচ্ছিলেন। সেই সময়েই তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। মসজিদ এলাকা পেরনোর সময়েই তাঁদের আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ। আহত হয়েছেন ৮ জন মহিলা। প্রাথমিকভাবে অনুমান, মসজিদ এলাকা থেকে কয়েকজন নাবালক পাথর ছুড়েছিল। 

স্থানীয় এসপি জানান, ঘটনাস্থলের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। মসজিদটিতে মেরামতির কাজ চলছিল, সেখান থেকেই মহিলাদের দিকে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ এসেছে। আপাতত অভিযুক্ত নাবালকদের জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল বলেই দাবি পুলিশের। ঘটনার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে।

Latest Videos



-
তবে শুক্রবার সকাল থেকে আবার সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে নুহ জেলায়। পাথর ছোড়ার ঘটনায় প্রবল বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। পরিস্থিতি সামাল দেন ডিএসপি বীরেন্দ্র সিং। সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 



আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের