বেগুসরাইয়ের বাসিন্দা ২৮ বছরের অজয়ের সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয়েছিল ২২ বছরের কাজলের। বর্তমানে তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের আগেই কাজলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পাশের গ্রামের বাসিন্দা রাজ কুমার ঠাকুরের।
বিয়ের পাঁচ বছর বাদে স্ত্রীর সঙ্গে তাঁরই প্রাক্তন প্রেমিকের দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন স্বামী। এই অবাককরা কাণ্ড বিহারের বেগুসরাইয়ে। পাশাপাশি তাঁদের সন্তানরা যেন স্ত্রীর নতুন জীবনে বোঝা হয়ে না দাঁড়ায় তারজন্য সন্তানদেরও দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন স্বামী। যা দেখে কিছুটা অবাকই প্রতিবেশী ও তাদের আত্মীয়সজনরা।
বেগুসরাইয়ের বাসিন্দা ২৮ বছরের অজয়ের সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয়েছিল ২২ বছরের কাজলের। বর্তমানে তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের আগেই কাজলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পাশের গ্রামের বাসিন্দা রাজ কুমার ঠাকুরের। বিয়ের পরেও কাজল আর রাজ কুমারের সম্পর্ক বজায় ছিল। বিয়ের পরেও তারা গোপনে দেখা করতেন। কিন্তু একদিন ধরা পড়ে যান।
তাদের সম্পর্কের কথা জানতে পারেন মহিলার স্বামী । কিন্তু তারপরেও স্বামী একটুও অশান্তু করেননি। রাগও করেননি স্ত্রীর ওপর। তিনি স্ত্রীর প্রেমের পথ সুগম করে দিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দেন নিজের স্ত্রীর। নিয়ে দাঁড়িয়ে থেকেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।
মঙ্গলবার অজয় কাজল ও রাজ কুমারের সম্পর্কের কথা জানতে পারেন। স্ত্রীকে জিজ্ঞাসা করার পরই স্ত্রী গোটা বিষয়টি খুলে বলেন। স্ত্রী জানিয়ে দেন তিনি তাঁর প্রেমিককে ছেড়ে থাকতে পারবেন না। তারা এভাবেই সম্পর্ক রেখে যাবেন বলেও জানিয়েছিলেন স্ত্রী। কিন্তু তারপরই স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন স্বামী। তারপরই স্ত্রীর বিয়ের বন্দ্যোবস্ত করে দ্রুত বিয়ে দিয়ে দেন।
অজয় জানিয়েছেন বিয়ের পর পাঁচ বছর কেটে গেলেও তিনি তাঁর স্ত্রীর প্রেমের কথা জানতে পারেননি স্বামী তেমনই দাবি করেছেন অজয়। তবে জানার পর প্রথম অজয় স্ত্রীর এই কীর্তিকলাপের কথা জানতেই পারেননি। তবে স্ত্রীর প্রেমকাহিনি জানার পর আর একসঙ্গে সংসার করার কোনও মানে হয় না বলেও স্ত্রীর প্রেমিকের সঙ্গে তাঁকে মিলিয়ে দেন।
স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, শ্বশুরবাড়ির মতই প্রেমিকের সঙ্গে বিয়ে হয়েছে কাজলের। গ্রামবাসীরাও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠান হয়েছিল স্থানীয় একটি মন্দিরে।