Viral Video: অটল টানেলে জীবনের ঝুঁকি নিয়ে ড্রাইভিং ভিডিও ভাইরাল , চরম বিরক্ত নেটিজেনরা

Published : Dec 24, 2023, 08:39 PM IST
Horrifying Viral Video  Manali  Atal driving with door open on Tunnel Road watch bsm

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি চলছে, কিন্তু সেই গাড়ির দুটি দরজাই খোলা। 

ছুটির মরশুম। বছরের শেষর মানেই উৎসবে মাতোয়ারা হওয়ার দিন। নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই ঘুরতে বেড়িয়ে পড়েন। তেমনই ঘুরতে যাওয়ার একটি ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু সেই ভিডিও দেখে নেটিজেনরা আনন্দিত হওয়ার বদলে রীতিমত বিরক্ত হয়েছে। যা নিয়ে অনেকেই সরাসরি নিজেদের বিরক্ত প্রকাশ করেছে। মানালি থেকে অটল টানেল- দুর্গম পাড়াহী রাস্তা। সেখানেই শ্যুট করা হয়েছে ভিডিওটি। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি চলছে, কিন্তু সেই গাড়ির দুটি দরজাই খোলা। একজন যাত্রী দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই অবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে গাড়ি। রাস্তায় অনেক গাড়ি রয়েছে। যদিও ভাইরাল হওয়া গাড়িটির সঙ্গে অন্য কোনও গাড়ির কোনও সংঘর্ষ ঘটেনি। তবে দরজাটি যে কোনও সময় ভেঙে যেতে পারত। তাই একটি বড় দুর্ঘটনা ঘটতেই পারত। যাইহোক সেই দুর্ঘটনা এড়ানো গেছে।

সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা রয়েছিল- 'দয়া করে বিপদ তৈরি করবেন না। মানালি -সোলাং- অটল টানেলে' ভিডিওটি শেয়ার করেছেন, ওয়েদারম্যান শুভম। আপনিও দেখুন ভয়ঙ্কর ভাইরাল ভিডিওটি।

 

 

ভিডিওটি অনেকেই সমালোচনা করেছে। সেখানে অনেকেই বলেছেন। নিজের জীবনের পাশাপাশি অন্যান্য যাত্রীদের জীবন বিপন্ন করার জন্য ড্রাইভারের তীব্র সমালোচনা করেছেন। কেউ আবার গাড়ির নম্বর প্লেটটি আলাদা করে শেয়ার করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

একজনতো সরাসরি লিখেছেন, চালকের ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে বাতিল করে দিও। একজনতো গাড়ির নম্বর শেয়ার করে সরাসরি ড্রাইভারকে গ্রেফতার আর গাড়িটি বাজেয়াপ্ত করার কথা বলেছেন। তৃতীয় জন সরাসরি প্রশ্ন করেন, তারা নিজেদের কি মনে করেন। অনেকেই আবার বলেছেন, গাড়ির চালক কি নিজেদের বলিউডের ছবির হিরো বলে মনে করেন।

আরও পড়ুনঃ

Relationship Tips: নিজের চাহিদা যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই কাঁটা হয়ে দাঁড়ায়

Unhealthy smartwatch:আপনার স্মার্টওয়াক রোগজীবাণুর বাসা, জানুন কী করে সেটি জীবাণু মুক্ত করবেন

Chilling winter: কাশ্মীর থেকে রাজস্থান হাড়কাঁপানো ঠান্ডা, উটিতে শীতের কারণে ব্যাহত স্বাভাবিক জীবন

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র