পৈশাচিক! গায়ে গরম মোম ঢেলে নিগ্রহ করা হল ৩ বছরের শিশুকে

Indrani Mukherjee |  
Published : Jul 06, 2019, 02:00 PM ISTUpdated : Jul 06, 2019, 02:01 PM IST
পৈশাচিক! গায়ে গরম মোম ঢেলে নিগ্রহ করা হল ৩ বছরের শিশুকে

সংক্ষিপ্ত

শিশুদের ওপর নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে পুনেতে ঘটে গিয়েছে এমনই এক মর্মান্তিক ঘটনা তিন বছরের শিশুর গায়ে গরম মোম ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত এখনও অধরা

শিশুদের ওপর নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি পুনেতে ঘটে গিয়েছে এমনই এক মর্মান্তিক ঘটনা, যা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। পুনের চিঞ্চওয়াডে এক তিন বছরের শিশুর গায়ে গরম মোম ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী আক্রান্ত শিশুটির মা-বাবা পিম্পরি থানায় অভিযোগ দায়ের করায় নৃশংস এই ঘটনাটি প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শারীরিকভাবে নিগ্রহ করার জন্যই এমনটা করা হয়েছে। এই ঘটনার অভিযোগের তীর যার দিকে সেই অজ্ঞাত পরিচয় যুবক এখনও অধরা। অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলাও রুজু করেছে পুলিশ।

নিয়ম মেনে গাড়ি পার্ক না করলে জরিমানা করা হবে ১৫,০০০ টাকা

রাহুলের জায়গায় তরুণ রক্তেই ভরসা, দাবি অমরেন্দ্রর

গুরুতরভাবে আহত ওই শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় যশোবন্তরাও চৌহ্বান মেমোরিয়াল হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির গায়ে পোড়ার ক্ষতও পাওয়া গিয়েছে। শিশুটির পরিবার আসলে নেপালের বাসিন্দা। কাজের খোঁজে তাঁরা এসেছিলেন পুণেতে। শিশুটির বাবা পুণেতেই নিরাপত্তারক্ষীর কাজ করেন, এবং তাঁর মা একজন গৃহবধু।  তবে অভিযুক্ত ওই ব্যক্তি কী উদ্দেশে এমন কাজ করেছে সেই উত্তরের খোঁজেই পুলিশ।

PREV
click me!

Recommended Stories

IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত
ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া