পার্লারে গিয়েছিলেন নববধূর সাজে সাজ করতে, কিন্তু খুন হয়ে গেল কনে

Published : Jul 06, 2020, 11:40 AM ISTUpdated : Jul 06, 2020, 12:14 PM IST
পার্লারে গিয়েছিলেন নববধূর সাজে সাজ করতে, কিন্তু খুন হয়ে গেল কনে

সংক্ষিপ্ত

বিয়ের পিড়িতে বসার কয়েক ঘণ্টাই নৃশংস হত্যাকাণ্ড বিউটি পার্লারের মধ্যএ কনের গলা চিরে দিল ছুরির আঘাত গোটা ঘটনায় স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন পার্লারে থাকা লোকজন মধ্যপ্রদেশের রতলামের এই ঘটনায় এখন শিরোনামে

বিয়েক কয়েক ঘণ্টা আগেই রহস্যজনভাবে খুন হয়ে গেল কনে। যা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে মধ্যপ্রদেশের রতলামে। জাওরাতের একটি বিউটি পার্লারে বিয়ের সাজগোজ করার জন্য ২৫ বছরের ওই তরুণী গিয়েছিল। সঙ্গে ছিল তাঁর বোন। পার্লারে ঢুকে সকলের সামনে কনেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় এক যুবক। 


ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ বছরের ওই তরুণীর। আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় রীতিমত স্তম্ভিত হয়ে যায় তাঁর বোন। 

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, নিহত তরুণী ও তাঁর বোন স্থানীয় একটি পার্লারে গিয়েছিল। সেখানেই এক অপরচিত ব্যক্তি ঢুকে পড়ে। তারপরই তরুণীর ঘাড়ে ছুরির কোপ বসায়। চোখের নিমেশে চম্পট দেয় আততায়ী। তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

করোনা মহামারি আবহেই ভোট প্রস্তুতি শুরু বিহারে, ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি ...

'বিষাক্ত নাগিনী'র সঙ্গে তুলনা নির্মলা সীতারমনের, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে 'হতাশা' দেখছে বিজে...

 রতলামের পুলিশ সুপার গৌরব তিওয়ারি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আততায়ী সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করা হয়েছে। খুব তাড়াতাড়া খুনের ঘটনার তদন্ত শেষ হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি অভিযুক্তের সঙ্গে নিহত তরুণী বা তাঁর পরিবারের কারও কোনও শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

টিকটকের বাজার ধরতে মরিয়া রোপসো চিঙ্গারি, ঘুরে দাঁড়াচ্ছে 'মেড ইন ইন্ডিয়া' অ্যাপ ...

পুলিশ জানিয়েছে নিহত তরুণী ও তাঁর পরিবার শাজাপুরের বাসিন্দা। নাগডার এক পাত্রের সঙ্গেই রবিবার রাতে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। 

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়