দিল্লির লাল কেল্লা বিস্ফোরণে কতটা যোগ রয়েছে ফরিদাবাদ-সুরাতের? 'শ্বেত সন্ত্রাস' ভাবাচ্ছে তদন্তকারীদের

Published : Nov 11, 2025, 11:11 AM IST

দিল্লির লালকেল্লা বিস্ফোরণে ইতিমধ্যেই মূলচক্রী উমর মহম্মদের ছবি প্রকাশ্যে এনেছে তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন উঠছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে কতটা যোগ রয়েছে ফরিদাবাদের? হামলার মূল দায় কার? যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী হামলার দায় নেয়নি। 

PREV
15
দিল্লির লাল কেল্লায় ভয়ঙ্কর বিস্ফোরণ

সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে দেশের জাতীয় রাজধানী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০। কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে উঠেছিল মাটি। দিল্লির লালকেল্লা বিস্ফোরণে ইতিমধ্যেই মূলচক্রী উমর মহম্মদের ছবি প্রকাশ্যে এনেছে তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন উঠছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে কতটা যোগ রয়েছে ফরিদাবাদের? হামলার মূল দায় কার? যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী হামলার দায় নেয়নি।

25
দিল্লি বিস্ফোরণের বীজ

তদন্তে নেমে কিছুটা হলেও ধোঁয়াশায় রয়েছে তদন্তকারীরা। কারণ এখনও সামনে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম আসেছে। এসেছে কয়েকটি চিকিৎসকের নাম। আর সেই কারণেই গোটা হামলাকে 'শ্বেত সন্ত্রাস' বলেই চিহ্নিত করছে তদন্তকারীরা। হামলাকারীদের পরিকল্পনা কী ছিল? ফরিদাবাদ ও সুরাতের সঙ্গে দিল্লি সন্ত্রাসের যোগ রয়েছে কিনা? তাও খতিয়ে দেখছে পুলিশ।

35
সুরাতে শুরু!

তদন্তকারীরা দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে সুরাত থেকেই তদন্তের শুরু করেছেন বলে সূত্রের খবর। কারণ গুজরাটের এক ডাক্তারকেই তিনটি হ্যান্ডগান ও জৈব অস্ত্র, রিসিন তৈরির উপকরণ-সহ গ্রেফতার করা হয়েছিল। তারপরের গ্রেফতারি হরিয়ানা থেকে। সংশ্লিষ্ট চিকিৎসক জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছিল ২৯০০ কেজি বিস্ফোরক। তৃতীয় গ্রেফতারি কাশ্মীরের চিকিৎসক। তিনি জইশ-ই - মহম্মদের পোস্টার সাঁটছিলেন।

45
চারজনই চিকিৎসক

উপরোক্ত তিনটি গ্রেফতারি আপতদৃষ্টিতে সম্পর্কহীন হলেও তদন্তকারীরা তিনটি ঘটনার মধ্যে যোগসূত্র তৈরি করছেন। উপরোক্ত ধৃত তিন জনই চিকিৎসক। তাদের মধ্যে কতটা যোগাযোগ রয়েছে তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। অন্যদিকে লাল কেল্লা বিস্ফোরণে মূলচক্রী উমর মহম্মদও চিকিৎসক। তাঁর সঙ্গে মুজাম্মিলের যোগ ইতিমধ্যেই হাতে এসেছে তদন্তাকারীদের।

55
হামলার আগে আতঙ্কিত উমর

তদন্তকারীদের অনুমান উমর ফরিদাবাদ মডিউলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফরিদাবাদে বিস্ফোরক-সহ পাকড়াও হয়েছিল মুজাম্মিল। তারপরই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিল উমর। লাল কেল্লা কাণ্ডে তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজ থেকে তেমনই অনুমান তদন্তকারীরা। তাদের আরও অনুমান, ইচ্ছেকৃতভাবেই উমর লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরণ ঘটিয়েছিল। তাদের আরও বড় কোনও পরিকল্পনা ছিল কিনা তাই খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Read more Photos on
click me!

Recommended Stories