Masked Aadhaar: আধার কার্ড দেখা গেলেও লুকোনো থাকবে নম্বর, জালিয়াতি রুখতে নিজের কার্ডে ব্যবহার করুন মাস্ক পদ্ধতি

আপনি যদি কোনও জায়গায় নিজের আধার কার্ড জমা দিতে চান, অথচ সেই জায়গায় আপনার আধার কার্ড নিয়ে কোনও অপব্যবহার করার ভয় পান, তাহলে মাস্ক আধার (Mask Aadhaar) নামের একটি tool ব্যবহার করতে পারেন।

Unique Identification Authority of India বা ইউআইডিএআই (UIDAI) ভারতের প্রধানতম বায়োমেট্রিক পরিচয়পত্র আধার কার্ড-এর অপব্যবহার আটকানোর জন্য একটি বিশেষ উপায় নিয়ে এসেছে, যাকে বলা হয় Mask Aadhaar। এই ধরনের ব্যবস্থায় ব্যক্তির আধার কার্ডে ৮টি ডিজিট লুকোনো থাকে এবং শুধুমাত্র শেষের চারটি সংখ্যা প্রদর্শিত হয়।

-
আপনি যদি কোনও জায়গায় নিজের আধার কার্ড জমা দিতে চান, অথচ সেই জায়গায় আপনার আধার কার্ড নিয়ে কোনও অপব্যবহার করার ভয় পান, তাহলে মাস্ক আধার (Mask Aadhaar) নামের একটি tool ব্যবহার করতে পারেন।
 

কীভাবে অনলাইনে এই বিশেষ Mask Aadhaar Card ডাউনলোড করা যাবে, দেখে নেওয়া যাক।

. Mask Aadhaar কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যান এবং Login করার বিকল্প বেছে নিন‌।

Latest Videos

. আপনার আধার নম্বর দিন, এরপর প্রদত্ত captcha code-টি দেখে দেখে সঠিকভাবে লিখুন। এরপর Send OTP-তে click করুন।

. আপনার আধার-লিঙ্ক যুক্ত ফোন নম্বরে একটি OTP আসবে, যা আপনাকে ফাঁকা জায়গায় enter করতে হবে। তার পর আবার Login-এ click করুন।

. এবার Services section থেকে Download Aadhaar বিকল্পটি বেছে নিন।

. এখানে Review your Demographics Data-র তালিকায় ক্লিক করে তার অধীনে Do you want a masked Aadhaar লেখাটিতে ক্লিক করুন। 

. তারপর Download-এ click করুন।

. এখানে ক্লিক করলেই পিডিএফ ফর্ম্যাটে আপনার Mask Aadhaar ডাউনলোড হয়ে যাবে।

. Mask Aadhaar কার্ড খুলতে আপনার একটি পাসওয়ার্ড-এর প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি হল — আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং আপনার জন্ম সাল। উদাহরণ: যদি একজন ব্যক্তির নাম হয়ে থাকে India এবং তাঁর জন্ম সাল হয় ১৯৯০, তবে সেই ব্যক্তির পাসওয়ার্ডটি হবে INDI 1990।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia