Weather Update: ১৩ বছরের রেকর্ড ভেঙে কেরলে এল বর্ষা, আগাম বর্ষা কি এবার বঙ্গেও

Published : May 24, 2025, 02:45 PM ISTUpdated : May 24, 2025, 06:33 PM IST

Weathr Update: সময়ের অনেক আগেই কেরলে এল বর্ষা। এবার স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস। সাধারণে বর্ষা ভারতীয় মূল ভূখণ্ডে প্রবেশ করে জুন মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কিন্তু এবার মে মাসের শেষেই বর্ষা প্রবেশ করল মূল ভূখণ্ডে। 

PREV
112
বর্ষা এল ঘরে

শেষপর্যন্ত মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল বর্ষা। সময়ের চেয়ে অনেকটাই আগে এবার এল বর্ষা। আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী এবার বর্ষা নির্ধারিত সময়ের থেকে ৮ দিন আগে ভারতীয় মূলভূখণ্ডে প্রবেশ করেছে।

212
রেকর্ড বর্ষা

আবাহওয়বিদদের কথায় এবার বর্ষা ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেয় সময়ের অনেক অনেক আগেই প্রবেশ করল মূল ভূখণ্ডে। ২০০৯ সালে মে মাসে বর্ষা এসেছিল

312
মে মাসেই বর্ষা

এখনও মে মাস শেষ হতে কয়েক দিন বাকি রয়েছে। সাধারণে বর্ষা ভারতীয় মূল ভূখণ্ডে প্রবেশ করে জুন মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কিন্তু এবার মে মাসের শেষেই বর্ষা প্রবেশ করল মূল ভূখণ্ডে।

412
স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি

মৌসম ভবন আগেই জানিয়েছিল এবার অর্থাৎ ২০২৫ সলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে গোটা দেশে। গত ১০ মে আইএমডি বলেছিল ২৭ মে-র আগেই কেরল উপকূলে পৌঁছে যেতে পরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

512
বঙ্গে বর্ষা

সাধারণ হিসেব অনুযায়ী কেরল থেকে বঙ্গে বর্ষা আসতে দিন ৭-১০ সময় লাগে। তাই আশা করা যাচ্ছে বঙ্গে জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা আসতে পারে। যদিও আলিপুর হাওয়া অফিস কিছুই জানায়নি

612
সাগরে সক্রিয় নিম্নচাপ

যদিও বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। সঙ্গে আদ্রতা বেশি থাকায় এখনও পর্যন্ত স্বস্তি নেই।

712
কলকাতায় বৃষ্টি

আগামী এক সপ্তাহে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুতে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা কমলেও অস্বস্তি কমবে না।

812
কলকাতার তাপমাত্রা

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি।

912
আজ বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন গোটা রাজ্যের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস নেই।

1012
মৌসুমী বায়ুর গতিবেগ

মৌসম ভবনের বার্তা অনুযায়ী খুব ধীর গতিতেই বর্ষা স্থলভাগের মধ্যভাগে পৌছানোর চেষ্টা করছে।

1112
নিম্নচাপ

পূর্ব-মধ্য আরব সাগর এবং দক্ষিণ কোঙ্কন উপকূলে একটি নিম্নচাপ তীব্রতর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আগামিকাল রত্নাগিরি ও দাপোলির মধ্যে দিয়ে দক্ষিণ কোঙ্কন উপকূল অতিক্রম করতে পারে।

1212
ঘূর্ণিঝ়ড় শক্তি

যদিও মৌসম ভবন বা আলিপুর হাওয়া অফিস ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনও বড় কোনও পূর্বাভাস দেয়নি।

Read more Photos on
click me!

Recommended Stories