Vande Bharat News: যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি কামরা যুক্ত হল বন্দে ভারতে, কোন রুটে মিলবে ২০ কামরার এই ট্রেন পরিষেবা?

Published : Jul 11, 2025, 03:21 PM ISTUpdated : Jul 11, 2025, 03:24 PM IST

Howrah Patna Vande Bharat: নতুন বন্দেভারত ট্রেন নিয়ে অভিযোগের শেষ নেই। তার মধ্যেই যাত্রীদের জন্য সুখবর দিলো রেল কর্তৃপক্ষে। এবার থেকে বন্দেভারতে বাড়ছে কামরার সংখ্যা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
17
বন্দে ভারতের যাত্রীদের জন্য সুখবর

বন্দে ভারতের ট্রেন যাত্রীদের জন্য রয়েছে মাসের শুরুতেই দারুন সুখবর। এবার থেকে আর ১৬ কোচ নয়। ২০ কোচের মিলবে বন্দে ভারত ট্রেন পরিষেবা। শুক্রবার থেকে চালু হয়ে গেল এই নতুন পরিষেবা। 

27
কোন রুটে মিলবে এই সুবিধা?

জানা গিয়েছে, হাওড়া-পাটনা রুটের যাত্রীদের কথা মাথায় রেখে শুক্রবার থেকে জনপ্রিয় এই সেমি হাইস্পিড ট্রেনটিতে মিলবে ১৬ কোচের বদলে ২০ কোচের কামরা। 

37
যাত্রী স্বাচ্ছন্দ্যে এই পদক্ষেপ

রেল সূত্রে খবর, হাওড়া থেকে বিহারের পাটনা রুট পর্যন্ত এই লাইনে যাত্রীদের জন্য সবসময়ই টিকিটের চাহিদা থাকে প্রচুর। যাত্রীদের কথা মাথায় রেখেই প্রতিযাত্রায় এবার থেকে বাড়তি চারটি কামরা যুক্ত করার সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। 

47
কোন কোন ট্রেনে বাড়ছে কামরার সংখ্যা

রেল সূত্রে খবর, বন্দে ভারতের ২২৩৪৭ এবং ২২৩৪৮ এই দুটি জনপ্রিয় সেমি হাইস্পিড ট্রেনে আরও বাড়তি চারটি কামরা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

57
নয়া বৈশিষ্ট্য যুক্ত হয়েছে ট্রেনে

রেল সূত্রে খবর, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভারতের অন্যতম জনপ্রিয় এই ট্রেনে বাড়তি ২৫টি নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। এমনকি প্রায় প্রতিদিনই বন্দে ভারতের পরিষেবা আরও উন্নতমানের করতে নতুন নতুন পদক্ষেপ  গ্রহন করছে রেল। 

67
কবে থেকে চলছে এই রুটে বন্দে ভারত

রেল সূত্রে খবর, হাওড়া থেকে পাটনা রুটে বন্দে বারত ট্রেনটি চলছে বিগত দুই বছর ধরে। এটি প্রথম চালু হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকেই একভাবে যাত্রী বইছে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ট্রেন। 

77
দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন

বন্দে ভারত হল ভারতের অন্যতম দেশীয় প্রযুক্তিতে তৈরি জনপ্রিয় সেমি হাইস্পিড একটি ট্রেন। দূরপাল্লার ট্রেনগুলির যাত্রী পরিষেবার মান উন্নত করতে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একভাবে পরিষেবা দিচ্ছে এই ট্রেন। 

Read more Photos on
click me!

Recommended Stories