মাত্র ২ মাস পরেই অবসর নেবেন নরেন্দ্র মোদী? RSS প্রধান মোহন ভাগবতের মন্তব্যে জল্পনা

Published : Jul 10, 2025, 06:15 PM IST

RSS Chief Mohan Bhagwat comments: নাগপুরে একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন, ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়ান উচিৎ। অন্যদের কাজ করতে দেওয়া উচিৎ।

PREV
110

অবসর নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। এবারও তিনি অবসরের বয়সের সীমা বেঁধে দিলেন ৭৫-এ।

210

যা নিয়ে বিরোধীরা নিশানা করতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কারণ কয়েক দিন পরেই নরেন্দ্র মোদী পা দেবেন ৭৫ এ।

310

বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স ৭৪ বছর ১০ মাস। সেপ্টেম্বর মাসে তিনি ৭৫-এ পা দেবেন। প্রশ্ন আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য মেনে তিনিও ৭৫-এ অবসর গ্রহণ করবেন?

410

নাগপুরে একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন, ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়ান উচিৎ। অন্যদের কাজ করতে দেওয়া উচিৎ। বিরোধীদের অনুমান আরএসএস প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করেই এই কথা বলেছেন।

510

বুধবার আরএসএস-এর প্রাক্তন প্রচারক মোরোপন্থ পিঙ্গলের জীবনের ওপর নাগপুরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

610

মোহন ভাগবত, 'মোরোপন্ত একবার বলেছিলেন, যখন ৭৫-এর শাল গায়ে পড়ে, আপনার থেমে যাওয়া উচিত। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।'

710

মোহন ভাগবতের এই মন্তব্যের পরই বিরোধীরা নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁদের কথায় ভাগবতের এই মন্তব্য মোদীকে লক্ষ্য করে। শিবসেন নেত সঞ্জয় রাউত বলেন, মোদীকেই পরোক্ষে বার্তা দিতে চেয়েছেন ভাগবত।

810

আগে লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, যশবন্ত সিংহ প্রমুখকে ৭৫-এর পর অবসর নিতে বাধ্য করেছিলেন মোদী। এমন টাই মন্তব্য শিবসেনা নেতার। তবে তাঁর প্রশ্ন, 'এবার নরেন্দ্র মোদী কী করেন সেটাই এখন দেখার' ?

910

যদিও শিবসেনা নেতা এর আগে মার্চে বলেছিলেন, মোদী পদত্যাগ করছেন। কারণ সেই সময় মোদী নাগপুরের আরএসএস ভবনে গিয়েছিলেন। সেখানে দলের একধিক বিষয় নিয়ে. আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

1010

অন্যদিকে অমিত শাহ নিজেই নিজের অবসরের কথ বলে জল্পনা উস্কে দিয়েছেন। তিনি এদিন একটি অনুষ্ঠানে বলেন, অবসরের পর তিনি ক্ষেতিবড়ি করবেন। বেদ উপনিষদ পড়বেন। তাই অমিত শাহ - মোহন ভাগতরকে নিয়ে জল্পনা তুঙ্গে।

Read more Photos on
click me!

Recommended Stories