NEET Results: নিটের ফল নিয়ে দেশজুড়ে বিতর্ক, সাফাই দেওয়ার চেষ্টায় এনটিএ

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার ফল নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে এই বিতর্ক। সাফাই দেওয়ার চেষ্টা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) ফল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এবার সাফাই দেওয়ার চেষ্টা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষা ও পরীক্ষার ফল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছে এনটিএ। নিট ইউজি কী? নিট ইউজি-তে এনটিএ-র ভূমিকা কী? কোথায় প্রযোজ্য নিটের ফল? এই ধরনের প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। তবে তাতেও বিতর্ক থামছে না। প্রশ্ন ফাঁস হওয়া, পরীক্ষার ফলের বৈধতা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এনটিএ-র কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে বিতর্ক থামছে না।

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট

Latest Videos

২০১৯ থেকে নিট ইউজি পরিচালনা করছে এনটিএ। ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ার জন্য এই পরীক্ষায় ভালো ফল করা জরুরি। যাঁরা এমবিবিএস, বিডিএস-সহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে চান, তাঁদের নিট উত্তীর্ণ হতে হয়। ফলে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এবার নিটের ফল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নাম্বার দেওয়ার ক্ষেত্রে অসাম্য, উত্তরপত্র সংক্রান্ত সমস্যা, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সময় নষ্ট হওয়া সংক্রান্ত অভিযোগ পাওয়া গিয়েছে। যাবতীয় অভিযোগের নিষ্পত্তির লক্ষ্যে সব প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এনটিএ। কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে।

নিট ইউজি ২০২৪-এ অসাম্যের অভিযোগ

এবারের নিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষায় সততা ও ন্যাযের সঙ্গে আপস করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেক পরীক্ষার্থী। সংবিধানের ১৪ নম্বর ধারায় সাম্যের অধিকার লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কয়েকজন পরীক্ষার্থীকে অন্যায়ভাবে বেশি নাম্বার দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে এনটিএ। তবে ফের পরীক্ষা নেওয়া হবে কি না এখনও জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কোটায় দূষিত জল খেয়ে মৃত্যু নিট পরীক্ষার্থী বৈভব রায়ের , হেপাটাইটিসে আক্রান্ত আরও ৬৫ জন

তামিলনাড়ুর নিট সুপার-স্পেশালিটি কোর্সে সংরক্ষণকে চ্যালেঞ্জ, অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

NEET Exam: অভাবকে সঙ্গে নিয়ে বড় হওয়া, নিট পরীক্ষায় সফলদের বাড়ি গিয়ে সংবর্ধনা বিধায়কের

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের