সংক্ষিপ্ত

বর্ষীয়ান আইনজীবী দুষ্যন্ত দাভে শীর্ষ আদালতকে জানিয়েছিলেন, তামিলনাড়ু সরকারের এই নির্দেশ "সম্পূর্ণ অসাংবিধানিক" এবং "কোনও কর্তৃত্ব ছাড়াই" দেওয়া হয়েছে। পাশাপাশি সুপার-স্পেশালিটি কোর্সের জন্য আইনে কোনও আসন সংরক্ষণের ব্যবস্থা নেই বলে জানিয়েছিলেন তিনি। 

তামিলনাড়ুর (Tamil Nadu) সরকারি মেডিকেল কলেজগুলিতে (government medical colleges ) কর্মরত পরীক্ষার্থীদের মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের অধীনে থাকা সুপার স্পেশালিটি কোর্সে (National Eligibility cum Entrance Test super-speciality courses) ৫০ শতাংশ সংরক্ষণের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। আর আজ শুনানির পর সংরক্ষণ নিয়ে অন্তর্বর্তী নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিআর গাভাইয়ের বেঞ্চ এই সংরক্ষণের উপর স্থগিতাদেশ দিয়েছে। 

বর্ষীয়ান আইনজীবী দুষ্যন্ত দাভে (Dushyant Dave) শীর্ষ আদালতকে জানিয়েছিলেন, তামিলনাড়ু সরকারের এই নির্দেশ "সম্পূর্ণ অসাংবিধানিক" এবং "কোনও কর্তৃত্ব ছাড়াই" দেওয়া হয়েছে। পাশাপাশি সুপার-স্পেশালিটি কোর্সের জন্য আইনে কোনও আসন সংরক্ষণের ব্যবস্থা নেই বলে জানিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন- সম্প্রচার করতে পারে মিডিয়াওয়ান, কেন্দ্রের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ এনে রায় সুপ্রিম কোর্টের

এই নির্দেশিকা জারি করার তারিখ সম্পর্কে জানতে চেয়েছিল আদালত। সেই প্রসঙ্গে দাভে জানান, এই নির্দেশিকা জারি করা হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর। পুরনো একটি নির্দেশের কথা তুলে ধরে তিনি জানান, মেডিকেল কোর্সে ইন-সার্ভিস ডাক্তারদের ভর্তির জন্য যে সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তা খানিকটা না বুঝেই দেওয়া হয়েছে। আসলে পুরনো নির্দেশিকায় যে কথা বলা হয়েছিল তা আদতে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে দেওয়া হয়েছিল। সুপার-স্পেশালিটি কোর্সে ভর্তির জন্য কোনও সংরক্ষণের কথা বলা হয়নি। তাই গোটা বিষয় শোনার পরই এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন- সদগুরুর ভূমি রক্ষা আন্দোলনে সামিল ৬ টি ক্যারিবিয় দ্বীপরাষ্ট্র, সাক্ষরিত হল মউ

এদিকে সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার জেরে চলতি বছরের কাউন্সেলিং স্থগিত রাখা হয়েছিল। অবিলম্বে কাউন্সেলিং চালু করার জন্য ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের (FORDA) তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যর কাছে একটি চিঠি দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, "আমরা জানাতে চাই চলতি শিক্ষাবর্ষের জন্য ভর্তির প্রক্রিয়া সাত মাস পিছিয়ে গিয়েছে। কোর্টের শুনানি পিছিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের সুরাহা হচ্ছে না।" সংগঠনের বক্তব্য, ঠকোভিডের ঢেউয়ের ফলে সুপার স্পেশালিটি ক্ষেত্রে বর্তমানে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদের প্রশিক্ষণও ধাক্কা খেয়েছে। তার উপরে নতুন ব্যাচ ভর্তি না হওয়ায় তাঁরা অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্ত।" সংগঠনের মতে, ২০২১ সালের নিট সুপার স্পেশালিটির কাউন্সেলিং দ্রুত করে নয়া ব্যাচের ভর্তির ব্যবস্থা না করলে দেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা ধাক্কা খাবে। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপ করতে অনুরোধ করেছে সংগঠন।

আরও পড়ুন- হিজাব ইস্যুতে হাইকোর্টের সিদ্ধান্ত গভীর হতাশাজনক, মেহবুবা মুফতির সমালোচনায় বিতর্ক

উল্লেখ্য, ২০২১ সালের নিট সুপার স্পেশালিটি পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের জুলাই মাসে। ওই কোর্সের পড়াশোনা শুরু হওয়ার কথা ছিল অগাস্টে। অনেক বিলম্বের পরে চলতি বছরের জানুয়ারি মাসে ওই পরীক্ষা হয়। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলায় কাউন্সেলিং এখনও শুরু হয়নি। তামিলনাড়ুতে কর্মরত পরীক্ষার্থীদের জন্য সংরক্ষণ সংক্রান্ত মামলা শুনেছে শীর্ষ আদালত। তবে এখনও পর্যন্ত এই মামলায় রায় দেওয়া হয়নি। বরং সরকারের সংরক্ষণ সংক্রান্ত নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।