বিধায়কের পার্টিতে ড্রাগের বন্যা, ধরা পড়লেন উদ্দাম লাস্যময়ী নায়িকা!

Published : May 22, 2024, 08:48 AM ISTUpdated : May 22, 2024, 04:13 PM IST
Bangalore

সংক্ষিপ্ত

ব্যাঙ্গালোরের ভিভিআইপি পার্টি থেকে উদ্ধার ব্যাপক পরিমাণে মাদক! 

বেঙ্গালুরু থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার। বেঙ্গালুরুর একটি পার্টি থেকে উদ্ধার হয়েছে ব্যাপক পরিমাণে মাদক। একটি ফার্ম হাউজে পার্টি চলছিল বলে জানা গিয়েছ। সেখান থেকেই বিপুল পরিমাণে মাদক উদ্ধার করে সিবিআই।

অসংখ্য ভিভিআইপির পাশাপাশি এই পার্টিতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের এক বিধায়ক (MLA) ও একাধিক তেলেগু অভিনেত্রী। ঘটনায় তুমুল চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে এলাকা জুড়ে।

জানা যায়, এদিন জি আর ফার্ম হাউজে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। গোপাল রেড্ডি নামে কোনও প্রভাবশালী ব্যক্তির জন্মদিন উপলক্ষেই আয়োজন করা হয়েছিল এই পার্টি। রাত দুটো পর্যন্ত পার্টির অনুমতি থাকলেও রাত ৩টে অবধি পার্টি চলছিল। পরে এই পার্টিতে মাদক থাকার খবর পেয়ে অভিযান চালায় সিসিবির অ্যান্টি নারকোটিক্স বিভাগ। এরপর তল্লাশি করে প্রায় ১৭টি এমডিএমএ মাদক-সহ প্রচুর পরিমাণ কোকেন উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: জল ছাড়াই চলবে এয়ার কুলার! নিমেষের মধ্যে ঘর হবে ঠান্ডা কনকনে, কত দাম জানেন?

ওই অনুষ্ঠানে একাধিক নামি তেলেগু অভিনেত্রী-সহ ২৫ জন তরুণী ছিলেন। এছাড়াও প্রায় ১০০ জনের মতো ভিভিআইপি আমন্ত্রিত ছিলেন ওই পার্টিতে বলে জানা গিয়েছে। বাইরে রাখা ছিল বিধায়কের গাড়ি তাই পার্টিতে বিধায়কও উপস্থিত ছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার। এ ছাড়া তেলেগু অভিনেত্রী হেমারও ওই অনুষ্ঠানে থাকার খবর জানা গিয়েছে।

তবে তল্লাশি শুরু হতেই বেশিরভাগ আমন্ত্রিত পার্টি থেকে পালিয়ে যান বলে খবর। ঘটনার তদন্ত করছে সিবিআই। ওই পার্টির আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল গোপাল রেড্ডির নামে বলে জানিয়েছে সিবিআই। 

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!