Viral Video: চলন্ত গাড়ির ছাদে মাখোমাখো চুমু! দেখুন তেলঙ্গানার ভাইরাল ভিডিও

Published : Oct 17, 2023, 05:01 PM ISTUpdated : Oct 17, 2023, 05:25 PM IST
 kiss on the roof of car

সংক্ষিপ্ত

প্রকাশ্যে চুমু খাওয়া অপরাধ নয়, আবার দ্রুত বেগে থাকা গাড়ির ছাদে উঠে হুল্লোড় করাও নিরাপদ নয়, উভয় মতামতে এখন দ্বিধাবিভক্ত নেট দুনিয়া। 

দ্রুত গতিতে হাইওয়ের ওপর দিয়ে ছুটছে গাড়ি, তারই ছাদে উঠে সোৎসাহে একে ওপরকে চুমু খাচ্ছেন এক যুগল! হায়দরাবাদের তেলঙ্গানায় এই কাণ্ড দেখে অবাক হচ্ছেন অনেকেই। প্রকাশ্যে চুমু খাওয়া অপরাধ নয়, আবার দ্রুত বেগে থাকা গাড়ির ছাদে উঠে হুল্লোড় করাও নিরাপদ নয়, উভয় মতামতে এখন দ্বিধাবিভক্ত নেট দুনিয়া।

ধরণী নামের কোনও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও, তাতেই ওই যুগলকে দেখা যাচ্ছে গাড়ির ছাদের ওপর অত্যন্ত একে অপরকে জড়িয়ে ধরে বারবার চুমু খেতে। হায়দ্রাবাদের পিভি নরসিমহা রাও এক্সপ্রেসওয়ের ওপর হয়েছে বলে দাবি করেছেন ওই ভিডিও পোস্টকারী ব্যক্তি। 

ভিডিওটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় দ্বিমত পোষণ করেছেন নেটিজেনরা। অনেকেই হায়দরাবাদ পুলিশকে এই যুগলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। অনেকে আবার বলেছেন, প্রকাশ্যে ভালোবেসে ঘনিষ্ঠ হওয়া মোটেই কোনও শাস্তিযোগ্য অপরাধ নয়। তবে, দ্রুত গতিতে থাকা গাড়ির ছাদে উঠে আসাটা অনেকেই অসুরক্ষিত বলে মনে করেছেন। 
 

PREV
click me!

Recommended Stories

অষ্টম পে কমিশন ও ডিএ নিয়ে বড় আপডেট! ২০২৬ সালেই কি দ্বিগুণ হবে বেতন? কোন মাসে?
সীমান্তপারে ফের ষড়যন্ত্র? জম্মু-কাশ্মীরে পাকিস্তানি ড্রোন, LoC-তে হাই অ্যালার্ট