ছেলের মরদেহ নিয়ে একই বাড়িতে! তিন দিন কাটিয়েছেন বৃদ্ধ অভুক্ত বাবা-মা

Published : Oct 30, 2024, 10:28 AM IST
murder crime news rajasthan

সংক্ষিপ্ত

হায়দরাবাদে এক অন্ধ দম্পতি তিন দিন তাদের মৃত ছেলের দেহের সঙ্গে কাটিয়েছেন। দৃষ্টিহীন হওয়ার কারণে তারা ছেলের মৃত্যু টের পাননি, এই ঘটনা কলকাতার রবিনসন স্ট্রিটের ঘটনার স্মৃতি জাগিয়ে তুলেছে।

কলকাতার রবিনসন স্ট্রিটের নাম উঠতেই মনে পড়ে সেই কঙ্কাল বাড়ির কথা। ২০১৫ সালের সেই ঘটনা যা বেশ আতঙ্কের সৃষ্টি করেছিল। এবার সেই একই আতঙ্কময় ঘটনা ঘটেছে হায়দরাবাদে। এখানে দৃষ্টিহীণ বাবা-মা তাদের বত্রিশ বছরের ছেলের দেহ নিয়ে তিন দিন একই বাড়িতে কাটিয়েছেন। এই অন্ধ দম্পতি জানতেনই না যে তার ছেলে মারা গেছে। হায়দরাবাদের এই ঘটনা নয় বছর আগে ঘটা রবিনসন স্ট্রিটে এর ঘটনা মনে করিয়ে দিয়েছে।

হায়দ্রাবাদের নাগোলে আন্ধু কলোনিতে একটি ভাড়া বাড়িতে ছেলের দেহ নিয়ে তিন দিন কাটিয়েছেন এক বৃদ্ধ অন্ধ দম্পতি। দৃষ্টিহীন হওয়ার কারণে তার ছেলে মারা গেছে তা জানতে না পেরে, গত ২৮ অক্টোবর স্থানীয় লোকজন সেখানে এসে ঘর থেকে দুর্গন্ধ আসতে দেখে অবাক হন।

পুলিশ সূত্রে খবর, উভয় অন্ধ বৃদ্ধ দম্পতির বয়স ৬০ বছরের বেশি। দু’জনেই টানা তিন দিন ছেলেটিকে খাবার ও জলের জন্য ডেকেও সাড়া পাননি। কিন্তু ছেলের কাছ থেকে কোনও সাড়া পাওয়ায় তারা চিন্তিত হয়। জানা গিয়েছে, এই দম্পতি প্রায় ৪০ বছর ধরে এই এলাকায় থাকতেন, স্থানীয় লোকজনের দাবি, এই মৃত ব্যক্তির নাম প্রমোদ। তিনি মদ্যপ ছিলেন, বলে তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান কয়েক বছর আগে।

PREV
click me!

Recommended Stories

রাতের গোয়ায় নাইট ক্লাবে ভয়ঙ্কর দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ নিহত অন্তত ২৩ জন
News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে