একসঙ্গে এক প্যাকেট সিগারেট উড়িয়ে হাসপাতালে কিশোর, অনুপ্রেরণায় KGC 2এর রকি ভাই


হায়দরাবাদের রাজেন্দ্রনগরের বাসিন্দা ১৫ বছরের কিশোর কেজিএফএর দ্বিতীয় সিরিজ দেখেছিল ছবিটি মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহে। প্রধান চরিত্র রকি ভাই রীতিমত অনুপ্রাণিত করেছিল তাকে। ছেলেটি প্রথমবার রকিভাইকে দেখেই ধূমপান করেছিল।

কন্নড় অ্যাকশন ফ্লিক কেজিএফঃ চ্যাপ্টার ২ (KGC: Chapter2) মন কেড়ে নিয়েছে দর্শকদের। মূল চরিত্র রকি ভাইয়ের  টিন এজারদের মুখে মুখে ফিরছে। আর তাতেই কাল হল হায়দরাবাদের এক কিশোরের। কারণ পর্দার রকিভাইকে দেশে সে এতটাই অনুপ্রাণিত হয়েছে যে তার মত এক প্যাকেট সিগারেট একসঙ্গে উড়িয়ে দিয়েছে। এই ধূমপানের পর সেই কিশোর অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন সংবাদ সংস্থা এএনআই। 

হায়দরাবাদের রাজেন্দ্রনগরের বাসিন্দা ১৫ বছরের কিশোর কেজিএফএর দ্বিতীয় সিরিজ দেখেছিল ছবিটি মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহে। প্রধান চরিত্র রকি ভাই রীতিমত অনুপ্রাণিত করেছিল তাকে। ছেলেটি প্রথমবার রকিভাইকে দেখেই ধূমপান করেছিল। আর একসঙ্গে এক প্যাকেট সিগারেট খেয়েছিল। তাতেই অসুস্থ হয়ে পড়ে।
ছেলেটির প্রবল কাশি আর গলা ব্যাথা হয়েছে। তাতে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। প্রথম দিকে অবস্থা গুরুতর হলেও এখন কিশোরের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন চিকিৎসকরা।  

Latest Videos

পালমোনোলজিস্ট রোহিত রেড্ডি জানিয়েছেন, কিশোরের সহজেই রকি ভাইয়ের মত চরিত্র দেখে অনুপ্রাণিত হয়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তাই চলচ্চিত্র নির্মাতাদের এই বিষয়ে সচেতন থাকা উচিৎ বলেও তিনি মনে করেন।তাঁর কথায় ছবি নির্মাতাদের সিগারেট খাওয়া - তামাক চিবানো বা অ্যালকোহল খাওয়ার মত কাজগুলি গ্ল্যামারাইজ না করে তার থেকে দূরে থাকাই শ্রেয়। নাহলে সমাজে বিরুপ প্রভাব পড়বে। অন্যাদিনে কিশোরদের অভিবাকদেরও এই বিষয়ে সচেতন থাকতে হবে। তাদের সন্তান কোথায় যাচ্ছে কী করছে সেই বিষয়ে বিস্তারিত জানাও খুব জরুরি। তিনি আরও বলেছেন এজাতীয় কাজে কঠোর শাস্তি দিলে হিতে বিপরীত ফল হতে পারে। তাই বিষয়টি অত্যান্ত যত্ন আর সংবেদনশীলতার সঙ্গে হ্যান্ডেল করা উচিৎ। 

প্রশান্ত নীত পরিচালিত কেজিএফ ২ এখনও পর্যন্ত সারা বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে। প্রধান চরিত্র রকি ভাইয়ের অভিনেতা যশ রীতিমত মন জয় করে নিয়েছে ভারতীয়দের। আয় করেছে ১ হাজার কোটি টাকা। এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, রুবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি ও প্রকাশ রাজ। 

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী