কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে কোভিড আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ২০২০ সালের ডিসেম্বরের মধ্য়েই ভারতে প্রতি ৫ জনের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত থাকতে পারেন। তৃতীয় দফায় সমীক্ষার পর এমনই তথ্য জানাল আইসিএমআর।
ভারতের প্রতি ৫ জনের মধ্যে আক্রান্ত ১, সম্প্রতি এমন তথ্য় উঠে এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর সেরলজিক্য়াল সমীক্ষায়। এমনকি দেশের একটি বড় অংশের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়।বৃহস্পতিবার এই সমীক্ষার ফল জানিয়েছে আইসিএমআর। ১৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি মধ্য়ে চলে এই সমীক্ষা। দেশের ২১ টি রাজ্য়ের ৭০ টির জেলার ৭০০ টির বেশি জায়গায় চলে এই সমীক্ষা। মূলত ১০ বছর এর বেশি বয়সিদের মধ্যেই চালানো হয়েছে এই সমীক্ষা।
আরও পড়ুন, শনিবার মালদা আসছেন জেপি নাড্ডা, তিন হাজার কৃষকের সঙ্গে সারবেন 'সহভোজ'
আইসিএমআর-এই তৃতীয় দফার সমীক্ষা এবার ২৮ হাজার ৫৮৯ জনের মধ্যে করা হয়েছে। তাঁদের রক্তের নমুনা নিয়ে দেখা গিয়েছে ২১.৪ শতাংশ সেরোপজিটিভ। অর্থাৎ তারা কোনও না কোনও ভাবে করোনাভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। যা আইসিএমআর-এর দ্বিতীয়বারের সমীক্ষার থেকে ৭.১ শতাংশ বেশি।