এই টিকিট না থাকলে ট্রেনের কামরায় উঠলেই মোটা টাকা ফাইন! বিরাট বদল আনতে চলেছে ভারতীয় রেল

Published : Jul 17, 2024, 08:35 AM ISTUpdated : Jul 17, 2024, 09:08 AM IST
antyodaya train cancelled

সংক্ষিপ্ত

এই টিকিট না থাকলে ট্রেনের কামরায় উঠলেই ফাইন! বিরাট বদল আনতে চলেছে ভারতীয় রেল

ভারতীয় রেলে জারি নতুন নিয়ম। কনফার্মেশন টিকিট ছাড়া আর রিজার্ভেশন কোচে ভ্রমণ করতে পারবেন না যাত্রীরা। ওয়েটিং টিকিটের জন্য রিজার্ভেশন বগিতে প্রচুর ভিড় হয়। সেই ভিড় এড়াতেই নতুন নিয়ম জারি করা হল রেলের তরফে। ওয়েটিং টিকিট কনফার্ম না হলে কোনও মতেই আর ট্রেনে চাপা যাবে না।

ওয়েটিং টিকিট নিয়ে রিজার্ভেশন বগি বা এসি কোচে আর চাপা যাবে না। অনলাই টিকিট হোক বা কাউন্টার থেকে কাটা টিক। সবক্ষেত্রেই বহাল থাকবে একই নিয়ম। যদি কেউ ভুল করে টিকিট কনফার্ম হওয়ার আগে ট্রেনে উঠে পড়েন তবে তাকে ট্রেন থেকে নামিয়ে দেবেন টিটি। এমনকী মোটা টাকা জরিমানাও হতে পারে বলে জানাগিয়েছে রেলের তরফে।

ওয়েটিং টিকিট নিয়েই ট্রেনে উঠে পড়ত বহু প্যাসেন্জার। যার দরুণ রেলওয়ে বগিতে ভীষণ ভিড় জমে যেত। সমস্যায় পড়তেন টিকিট কনফার্ম হওয়া যাত্রীরা। এবার এই সমস্যা চিরতরে ঘুচল। আর কনফার্ম টিকিট হাতে না পেলে ওঠা যাবে না ট্রেনের কামরায়। তবে ওয়েটিং টিকিট নিয়ে ওঠা যাবে ট্রেনের সাধারণ কামরায়।

তবে এক্ষেত্রে টিকিট নিশ্চিত না হলে অবশ্যই আপানার টাকা ফেরত দেবে রেল। অনলাইনের মাধ্যমে টাকা ফের ঢুকে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট