এই টিকিট না থাকলে ট্রেনের কামরায় উঠলেই মোটা টাকা ফাইন! বিরাট বদল আনতে চলেছে ভারতীয় রেল

এই টিকিট না থাকলে ট্রেনের কামরায় উঠলেই ফাইন! বিরাট বদল আনতে চলেছে ভারতীয় রেল

Anulekha Kar | Published : Jul 17, 2024 3:05 AM IST / Updated: Jul 17 2024, 09:08 AM IST

ভারতীয় রেলে জারি নতুন নিয়ম। কনফার্মেশন টিকিট ছাড়া আর রিজার্ভেশন কোচে ভ্রমণ করতে পারবেন না যাত্রীরা। ওয়েটিং টিকিটের জন্য রিজার্ভেশন বগিতে প্রচুর ভিড় হয়। সেই ভিড় এড়াতেই নতুন নিয়ম জারি করা হল রেলের তরফে। ওয়েটিং টিকিট কনফার্ম না হলে কোনও মতেই আর ট্রেনে চাপা যাবে না।

ওয়েটিং টিকিট নিয়ে রিজার্ভেশন বগি বা এসি কোচে আর চাপা যাবে না। অনলাই টিকিট হোক বা কাউন্টার থেকে কাটা টিক। সবক্ষেত্রেই বহাল থাকবে একই নিয়ম। যদি কেউ ভুল করে টিকিট কনফার্ম হওয়ার আগে ট্রেনে উঠে পড়েন তবে তাকে ট্রেন থেকে নামিয়ে দেবেন টিটি। এমনকী মোটা টাকা জরিমানাও হতে পারে বলে জানাগিয়েছে রেলের তরফে।

Latest Videos

ওয়েটিং টিকিট নিয়েই ট্রেনে উঠে পড়ত বহু প্যাসেন্জার। যার দরুণ রেলওয়ে বগিতে ভীষণ ভিড় জমে যেত। সমস্যায় পড়তেন টিকিট কনফার্ম হওয়া যাত্রীরা। এবার এই সমস্যা চিরতরে ঘুচল। আর কনফার্ম টিকিট হাতে না পেলে ওঠা যাবে না ট্রেনের কামরায়। তবে ওয়েটিং টিকিট নিয়ে ওঠা যাবে ট্রেনের সাধারণ কামরায়।

তবে এক্ষেত্রে টিকিট নিশ্চিত না হলে অবশ্যই আপানার টাকা ফেরত দেবে রেল। অনলাইনের মাধ্যমে টাকা ফের ঢুকে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Share this article
click me!

Latest Videos

Rashifal | রাশিফল ১৮ সেপ্টেম্বর : আজ আপনার কপালে কি আছে? দেখুন কি বলছে আজকের রাশিফল
BJP Live: আর জি করের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
কলকাতা পুরসভার কর্মচারীদের প্রতিবাদের হুঙ্কার! কালো বেলুন উড়িয়ে বার্তা | RG Kar Protest
এখনই কর্মবিরতি উঠছে না! কেন? জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা | RG Kar Protest | Junior Doctors |
'এবার ওকে উপড়ে ফেলবো! ১৯ তারিখ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ফাইল খুলবো' চরম পদক্ষেপ Suvendu Adhikari-র