ভয়াবহ বিপদ! মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ১৩ জন ভারতীয়, এখনও চলছে তল্লাশি

Published : Jul 17, 2024, 07:49 AM IST
Sea

সংক্ষিপ্ত

ভয়াবহ বিপদ! মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ১৩ জন ভারতীয়, এখনও চলছে তল্লাশি

ফের জাহাজডুবি! মাঝ সমুদ্রে ডুবে গেল ১৩ জন ভারতীয়। জাহাজ ডুবে যাওয়ায় তলিয়ে গেল ক্রু-সহ বেশ কিছু ভারতীয় যাত্রী। ঘটনাটি ঘটেছে ওমানের উপকূলে। সোমবার ওমানের উপকূলে একটি অয়েল ট্যাঙ্কার বহনকারী জাহাজ ডুবে যায়।

ওই জাহাজে ১৩ জন ভারতীয় সহ-১৬ জন ক্রু ছিল বলে জানা গিয়েছে। হাজার তল্লাশিতেও খুঁজে পাওয়া যায়নি তাঁদের। এখনও পর্যন্ত নিখোঁজ ক্রু ও অন্যান্যরা।

 

 

এ প্রসঙ্গে মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানান হয়েছে, যে “কমোরসের একটি অয়েল ট্যাঙ্কার ওমানের দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকাহ থেকে ২৫ নট্যিকল মাইল দূরে জাহাজটি ডুবে যায়।” এখনও পর্যন্ত বেশ কিছু ক্রু সদস্যদের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। নিখোঁজদের খুঁজতে এখনও তল্লাশি চলছে।

 

PREV
click me!

Recommended Stories

বিরাট চমক RBI-র, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে মিলবে ডবল সুবিধা, রইল বিস্তারিত
Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক