আপনার নামে একাধিক সিম কার্ড আছে? তাহলে পড়তে পারেন বিপদে। দিতে হবে জরিমানা। তেমনই হতে পারে কারাদণ্ড।
সদ্য এক সংবাদ সংস্থার পক্ষ থেকে সিম কার্ড সংক্রান্ত নয়া খবর এসেছে প্রকাশ্যে। যা নিয়ে তোলপাড় হচ্ছে সর্বত্র।
একজন গ্রাহক হিসেবে আপনি কয়টি সিম কার্ড রাখতে পারেন তা নিয়ে নয়া নিয়ম এল প্রকাশ্যে। এই নিয়ম না মানলে ২ লক্ষ টাকা জরিমানা এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
এই প্রসঙ্গে গ্র্যান্ট থর্নটন ভারতের পার্টনার নীতিন অরোরা জানান, সর্বাধিক সিম কার্ডের সীমা একজন ব্যক্তি পিছু ৯ টি করে নির্ধারণ করা হয়েছে।
… তবে এই ক্ষেত্রে ব্যক্তিক্রম জম্মু কাশ্মীর, আসাম এবং নর্থইস্ট লাইসেন্সড সার্ভিস এরিয়া। এই অঞ্চলগুলোতে একজন ব্যক্তি সর্বাধিক ছয়টি করে সিম ক্রয় করতে পারবেন। ২০২৩ সালের নতুন টেলিকমিউনিকেশন আইন এই নিয়মগুলো কার্যকর করা হয়েছে।
নির্ধারিত সীমার বাইরে সিম কার্ড ব্যবহারের জন্য প্রথমবার করা অপরাধের ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।
আপনি যদি নয়টির বেশি সিম কার্ড না ক্রয় করে বা অন্য কেউ আপনার নামে সেই সিম নিয়ে থাকে সে ক্ষেত্রে আপনাকেই দায়ি করা হবে।