এই তিন ব্যাঙ্ক ছাড়া টাকা রাখলেই দিতে হতে পারে লক্ষ লক্ষ টাকার মাশুল! কী বলল RBI? জেনে নিন
এই তিন ব্যাঙ্ক ছাড়া টাকা রাখলেই দিতে হতে পারে লক্ষ লক্ষ টাকার মাশুল! কী বলল RBI? জেনে নিন
Anulekha Kar | Published : Dec 29, 2024 12:04 PM / Updated: Dec 29 2024, 12:06 PM IST
ব্যাঙ্কে টাকা রাখেন অনেকেই। তবে ব্যাঙ্কে টাকা রেখেও সম্পূর্ণ নিশ্চিন্তে থাকা সম্ভব নয়। এক্ষেত্রে কোন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সবথেকে নিরাপদ জানেন?
যদিও সব ব্যাঙ্কই RBI-এর নিয়ম মেনে চলে। তবে এরমধ্যেও বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে যা নিরাপদ হিসাবে চিহ্নিত করা যায়।
আসুন জেনে নেওয়া যাক ঠিক ঠিক কোন কোন ব্যাঙ্ক রয়েছে এই তালিকায়? বা কোন কোন ব্যাঙ্কে টাকা রেখে নিরাপদে থাকা যাবে?
কোনও ব্যাঙ্কে টাকা রাখার পরে যদি কোনও কারণে ব্যাঙ্ক ডুবে যায়। তবে সর্বোচ্চ জমানো অর্থের কতটাকা পাওয়া যায়?
আরবিআইয়ের নিয়ম ইনুযায়ী সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাওয়া যায় কোনও ব্যাঙ্ক ডুবে গেলে। ৫ লক্ষ টাকার কম জমানো থাকলে পুরো টাকাই ফেরত পাওয়া যাবে।
মোট ৩টি ব্যাঙ্ক হল সবথেকে নিরাপদ ব্যাঙ্ক । এর মধ্যে সবার প্রথমে রয়েছে ডোমেস্টিক সিস্টেম্যাটিকালি ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক। যদি কোনও কারণে এই ব্যাঙ্কগুলি ডুবেও যায়। সরকার এদের যেভাবেই হোক বাঁচানোর চেষ্টা করবে।
এ ছাড়া রয়েছে, SBI-অর্থাৎ স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC-এইচডিএফসি ও PNB- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।