IGF Annual Summit 2023: বিশ্বমঞ্চে শান্তির দূত ভারত, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সম্মেলন

প্রত্যেক দেশকে এক সভায় সমন্বিত করে ভারত সমগ্র বিশ্বকে এক আঙিনায় নিয়ে এসে বিশ্বে দ্রুত পরিবর্তনের গতি নির্ধারণের লক্ষ্যমাত্রা রেখেছে।

চলতি বছরেই ২৭ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম (IGF)-এর বার্ষিক শীর্ষ সম্মেলন। ২০২৩ সালে আয়োজিত এই সম্মেলনের থিম হতে চলেছে, ‘সেটিং দ্য পেস’ (গতি নির্ধারণ)।

পাঁচশোরও অধিক যোগদানকারীর অংশগ্রহণ এবং সহযোগিতায় সারা দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলনে আয়োজিত হতে চলেছে প্রায় ৩০টি থিম। অংশগ্রহণকারীদের সমন্বয়ে থাকবেন বহু শিল্প প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক এবং বিনিয়োগকারীরা। প্রত্যেককে এক সভায় একত্রিত করে ভারত সমগ্র বিশ্বকে এক আঙিনায় নিয়ে এসে বিশ্বে দ্রুত পরিবর্তনের গতি নির্ধারণের লক্ষ্যমাত্রা রেখেছে। ২৭ মার্চ তারিখের অনুষ্ঠানটি স্ট্যান্ডার্ড চার্টার্ড দ্বারা স্পনসর করা হয়েছে এবং ভিএফএস গ্লোবাল এবং ডেলয়েট রয়েছে এর নলেজ পার্টনার হিসেবে।

ভারতের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল, স্মৃতি ইরানি, ভূপেন্দর যাদব, অশ্বিনী বৈষ্ণব এবং G20 শেরপা অমিতাভ কান্ত IGF বার্ষিক সম্মেলনে ভাষণ দেবেন। নয়াদিল্লিতে সর্দার প্যাটেল মার্গে অবস্থিত তাজ প্যালেসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

IGF জোন:  সমসাময়িককালে উদ্ভাবিত প্রায় ৩৫টিরও বেশি সমস্যার উপর আলোচনা হবে দিল্লির এই বৈঠকে। এই বিষয়গুলির মধ্যে মূল লক্ষ্য হল: 
১>  প্রযুক্তি এবং উদ্ভাবন,
২> স্থায়িত্ব
৩> বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি
৪> বাণিজ্য এবং বিনিয়োগ 
এগুলির সাথে আরও বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং পর্যালোচনা করা হবে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে। 
 

Latest Videos



আরও পড়ুন-
কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য সর্বোতভাবে প্রস্তুত কংগ্রেস, শুক্রবারই ঘোষিত হল ১২৪ জন প্রার্থীর নাম
এবার সুকন্যার পাশে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত-কন্যার দেখভালের জন্য দলীয় কর্মীদের বিশেষ নির্দেশ

এবার কি ভাঙন ধরছে দীপিকা-রণবীরের সম্পর্কের অন্দরে? ‘ডিভোর্স’-এর খবর নিয়ে আশঙ্কায় ভক্তরা

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র আদেশেই West Bengal-এ চুরি-বাটপারি হয়!’ তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
'বাপ তুলেই বলব, সরে যা না হলে...চালিয়ে দেব' বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Kharagpur News
পুলিশের সঙ্গে তীব্র বচসা! BJP'র মহিলা মোর্চার বিক্ষোভে উত্তাল কলকাতা | BJP Protest Kolkata
কেন যোগেশ চন্দ্র কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এ কী বললেন কৌস্তুব বাগচী | Kaustav Bagchi
Nadia News: Krishnanagar-এ রেল চলাচল ঘিরে বিক্ষোভ! যাতায়াত বন্ধের আশঙ্কায় ফুঁসছে এলাকাবাসী