মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায় হাতুরির ঘায়েও ভাঙছে না ডিম, দেখুন ভিডিও

Indrani Mukherjee |  
Published : Jun 09, 2019, 06:06 PM IST
মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায় হাতুরির ঘায়েও ভাঙছে না ডিম, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

সিয়াচেনে তাপমাত্রা এখন হিমাঙ্কের নীচে তাপমাত্রা এখন মাইনাস ৬০ ডিগ্রি  এই তাপমাত্রায় জমে গিয়েছে ডিম, জুস ও সবজীও হাতুরির ঘায়েও ভাঙছে না ডিম, দেখুন ভিডিও 

সমুদ্রপৃষ্ঠ থেকে কুড়ি হাজার ফুট উচ্চতায় তাপমাত্রা বছরের বেশিরভাগ সময়েই থাকে হিমাঙ্কের নীচে। আর এই মুহূর্তে সিয়াচেন বেস ক্যাম্পের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি। আর এই তাপমাত্রায় ডিমও জমে গিয়েছে। সবথেকে বিস্ময়কর ব্যাপার হল এটাই যে, এই তাপমাত্রায় ডিমটি এতটাই জমে গিয়েছে যে, ভাঙছে না হাতুরীর আঘাতেও!

এমনই অবাক করা ভিডিও প্রকাশ করা হয়ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে চারিদিকে ধু ধু করছে বর ফ আর তারই মাঝে দাঁড়িয়ে ভিডিওর ডেমো দিচ্ছেন তিনজন ভারতীয় সেনা। প্রথমেই একজন সেনা হাতে থাকা একটি জুসের প্যাকেট ছিঁড়ে নিয়ে দেখান যে, সেটি ঠান্ডায় জমে গিয়ে ইটে পরিণত হয়েছে। ধারালো জিনিস দিয়ে বারবার আঘাত করা সত্ত্বেও তা কোনও মতেই ভাঙা যাচ্ছে না। পাশাপাশি ডিমের ওপর বারবার আঘাত করা সত্ত্বেও ভাঙছে না সেটি। 

মলদ্বীপ সফর শেষে এবার শ্রীলঙ্কায় পা মোদীর

 

তবে শুধু ডিম নয়, এর পাশাপাশি একের পর এক সবজীও বারবার আঘাত করে ভাঙার চেষ্টা করেন তাঁরা। একের পর এক পেঁয়াজ, টমেটো, আদা এবং আলুও হাতুরি দিয়ে ভাঙার চেষ্টা করেন তাঁরা। এমন অদ্ভুত কান্ড-কারখানা দেখে আর এক সেনা মজা করে বলেন, এমন অদ্ভুত কান্ড সিয়াচেনেই সম্ভব!

PREV
click me!

Recommended Stories

Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?
ঘড়ির মধ্যেই অনন্ত আম্বানি-সহ 'আস্ত' বনতারা, মার্কিন কোম্পানির নতুন ঘড়ির দাম কত?