Air India: ৬০ বছর পর পোশাক বদল এয়ার ইন্ডিয়ার, মনীশ মালহোত্রার পোশাকে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়া

Published : Dec 12, 2023, 06:46 PM ISTUpdated : Dec 12, 2023, 08:32 PM IST
Air Indias New Uniform For Pilot Crew Designed By Manish Malhotra watch video bsm

সংক্ষিপ্ত

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি ২ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নতুন পোশাক দেখান হয়েছে। 

আবারও নতুন চমক এয়ার ইন্ডিয়ার। ৬ দশকের পুরনো পোশাক বাতিল। এয়ার ইন্ডিয়া আজ পাইলট ও ক্রু সদস্যদের জন্য নতুন ইউনিফর্মের উদ্বোধন করেছে। নতুন ইউনিফর্মে প্রতিটি পরতে রয়েছে আধুনিকতা আর ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। ভারত বিখ্যাত ফ্যাশান ডিসাইনার মনীষ মালহোত্রা এই পোশাকের ডিজাইন করেছে।

১৯৩২ সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া। প্রথমে বেসরকারি সংস্থা ছিল। তারপর তা সরকার সংস্থায় পরিণত হয়। বর্তমানে এয়ার ইন্ডিয়া আবারও বেসরকারি সংস্থায় রূপান্তরিত হয়েছে। দীর্ঘ এই যাত্রাপথে একাধিক চাপান উতোরের সাক্ষী হয়েছে এয়ার ইন্ডিয়া। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত একবারও এয়ার ইন্ডিয়া তার পাইলট আর ক্রু সদস্যদের পোশাক বা ইউনিফর্মের কোনও পরিবর্তন করেনি। প্রায় ৬০ বছর পর এয়ার ইন্ডিয়া পইলট ও ক্রু সদস্যদের পোশাকের পরিবর্তন করেছে। নতুন এই পোশাকে রয়েছে ডিজাইনার মনীশ মানহোত্রার উদ্ভাবনী শক্তির সংমিশ্রন । যা একদিক দিয়ে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্য ও অন্যদিক দিয়ে দেশের প্রথাকেও তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে আধুনিকতার ছোঁয়া।

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি ২ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নতুন পোশাক দেখান হয়েছে। দেখুন ভিডিওটি-

 

 

এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেছেন, 'এয়ার ইন্ডিয়ার ক্রু ইউনিফর্মগুলি বিমান চলাচলের ইতিহাসে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মনীশ মালহোত্রার উদ্ভাবনী সংমিশ্রণ এয়ার ইন্ডিয়ার ভবিষ্যতের জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায় রচনা করবে৷ আখ্যান। এটি আমাদের নতুন পরিচয়, পরিষেবা নীতি এবং বিশ্বব্যাপী বিমান চালনায় নতুন মানদণ্ড স্থাপনের জন্য আমাদের সাধনার সারমর্মকে পুরোপুরি তুলে ধরবে।'

আরও পড়ুনঃ

Healthy Food: মাছ, মাংসের মধ্যে কোনটিতে বেশি প্রোটিন রয়েছে, জানুন স্বাস্থ্যকর কোনটি

Fake Photo: রামমন্দিরের পুরোহিতের জাল আপত্তিকর ছবি পোস্ট, গ্রেফতার গুজরাট কংগ্রেসের নেতা

Mahua Moitra: আরও বিপাকে মহুয়া মৈত্র, সাংসদ পদ বহিষ্কারের পর এবার বাংলো খালি করার নির্দেশ

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo