জি গোষ্ঠী এবং লারসেন ও টুব্রোর ১৫টি অফিসে IT-র হানা, কর ফাঁকির অভিযোগে চলছে তদন্ত

জি এবং এল অ্যান্ড টি কার্যালয়ে হানা আয়কর বিভাগের

১৫টি অফিসে চলল অডিট

জিএসটি বিভাগ দিযেছিল তথ্য

তার ভিত্তিতেই চলছে কর ফাঁকির তদন্ত

 

amartya lahiri | Published : Jan 4, 2021 3:57 PM IST / Updated: Jan 04 2021, 10:23 PM IST

সোমবার (৪ জানুয়ারি) জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড এবং লারসেন ও টুব্রো সংস্থার ১৫টি কার্যালয়ে হানা দিল আয়কর বিভাগের তদন্ত শাখা। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি বিভাগের দেওয়া এক তথ্যের ভিত্তিতে এই তদন্ত চালাচ্ছে আয়কর বিভাগ বলে জানা গিয়েছে। একটি সূত্র জানিয়েছে, জি গ্রুপ এবং এলঅ্যান্ডটি সংস্থার ইনপুট ট্যাক্স ক্রেডিট সম্পর্কিত তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে সম্প্রতি জিএসটি বিভাগের কাছ থেকে জি গোষ্ঠীর বিনোদন শাখা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড এবং লারসেন ও টুব্রো সংস্থার বিরুদ্ধে সম্প্রতি আই-টি বিভাগকে কিছু তথ্য দিয়েছিল। তার ভিত্তিতেই সোমবার সকালে তাদের অফিসে হানা দেন আইটি বিভাগের তদন্তকারীরা। আই-টি বিভাগের কর্মকর্তারা বলেছেন তাদের কোনও কর ফাঁকির কোনও বিষয় ধরা পড়লে তারা ব্যবস্থা নেবে।

জি গ্রুপের একজন মুখপাত্র বলেছেন, ট্যাক্স বিভাগের কর্মকর্তারা নির্দিষ্ট কিছু জিজ্ঞাস্য ছিল। তাঁরা সংস্থার কার্যালয়গুলি পরিদর্শন করেছেন। সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করেছেন এবং সম্পূর্ণ সহযোগিতা করেছেন।

 

Share this article
click me!