'পছন্দ না হলে কিনবেন না', রাশিয়া থেকে তেল কেনায় মার্কিন আপত্তি নিয়ে তুলোধনা জয়শঙ্করের

Published : Aug 24, 2025, 08:45 AM IST

S Jaishankar Over Oil Issues: রাশিয়া থেকে ভারতের তেলা কেনা ও মার্কিন আপত্তি নিয়ে এবার সুর চড়ালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি। 

PREV
15
তেল ইস্যুতে সরব জয়শঙ্কর

এবার বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের ক্ষেত্রে আমেরিকা এবং ইউরোপের অবস্থানের কড়া সমালোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘’কোনও দেশই ভারত থেকে পরিশোধিত তেল বা তেল-সম্পর্কিত পণ্য কিনতে বাধ্য নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট বুঝিয়ে দেন যে, ভারত তার বাণিজ্যিক নীতির ক্ষেত্রে কারো কাছে মাথা নত করবে না।''

25
আমেরিকা ও ইউরোপের দ্বিমুখী নীতি নিয়ে স্পষ্ট জবাব

এদিন বিদেশমন্ত্রী আমেরিকা ও ইউরোপের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘’এটা বেশ মজার বিষয় যে, ব্যবসায়ীদের পক্ষ নিয়ে চলা একটি মার্কিন প্রশাসন অন্য কাউকে ব্যবসা করার জন্য অভিযুক্ত করছে।'' শুধু তাই নয়, ভারতের পরিশোধিত তেল কেনার বিষয়ে আপত্তি তোলা দেশগুলোকে উদ্দেশ করে জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেন, "যদি আপনাদের ভারত থেকে তেল বা তেলজাত পণ্য কিনতে সমস্যা হয়, তবে কিনবেন না। কেউ আপনাদের জোর করছে না। ইউরোপও তেল কিনছে, আমেরিকাও কিনছে। তাই যদি পছন্দ না হয়, তাহলে কিনবেন না।"

35
জয়শঙ্করের মুখে ট্রাম্পের সমালোচনা

এস জয়শঙ্কর আরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়ে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের প্রতিক্রিয়ায়  এই কথা বলেন বিদেশমন্ত্রী। যেখানে ট্রাম্প দাবি করেছিলেন যে, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করিয়ে দিয়েছেন। 

45
শুল্ক সমালোচনায় সরব জয়শঙ্কর

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনার আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে চিঁড় ধরেছে। শুধু তাই নয়, ভারতের রুশ তেল আমদানি বেড়ে যাওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এই পদক্ষেপ বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ, চিন, রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও তাদের আমদানির ওপর কোনও শুল্ক আরোপ করা হয়নি।

55
শুল্ক ইস্যুতে ভারতের কড়া অবস্থান

ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কঠোর নিন্দা জানিয়েছে কেন্দ্র সরকার। এই পদক্ষেপকে "অন্যায্য, অযৌক্তিক এবং ভিত্তিহীন" বলে আখ্যা দিয়ে ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে, দেশের স্বার্থ রক্ষায় সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে বিদেশমন্ত্রক (MEA) এক বিবৃতিতে জানায়, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে যেভাবে এককভাবে নিশানা করা হয়েছে, তাতে তারা হতাশ। কৌশলগত কারণে অন্যান্য দেশও একইভাবে রুশ তেল কিনছে।

Read more Photos on
click me!

Recommended Stories