প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনা, পাকিস্তানে ভারতীয় মিসাইল পৌঁছে যাওয়ায় বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের

Published : Mar 11, 2022, 07:19 PM IST
প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনা, পাকিস্তানে ভারতীয় মিসাইল পৌঁছে যাওয়ায় বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের

সংক্ষিপ্ত

গত ৯ মার্চ এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সেনা বাহিনী মিসাইলের রক্ষণাবেক্ষণ করেছিল। সেই সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটি চালু হয়ে যায়। তারপর সেটি পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে। যা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়েছে। 

ভারতের  (India) একটি ক্ষেপণাস্ত্র (Missile) পাকিস্তানের (Pakistan) সীমারেখা পার হয়ে সেদেশে প্রবেশ করেছিল। ঘটনার দুই দিন ভারত সরকার বিবৃতি দিয়েছে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) পক্ষ থেকে জানান হয়েছে ৯ মার্চের ঘটনা দুঃখজনক। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রটি চালু হয়ে যায়। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার। একটি উচ্চ পর্যায়ের তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে গোটা ঘটনাটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। 

গত ৯ মার্চ এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সেনা বাহিনী মিসাইলের রক্ষণাবেক্ষণ করেছিল। সেই সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটি চালু হয়ে যায়। তারপর সেটি পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে। যা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়েছে। সূত্রের খবর পাকিস্তানের সীমান্ত অতিক্রম করলেও  ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কোনও প্রাণহানি হয়নি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর এজাতীয় ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

এমনিতেই কাশ্মীরসহ একাধিক ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত সম্পর্ক রয়েছে। কিন্তু তারই মধ্যে পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ড্রোনের মাধ্যমে ওদেশের জঙ্গিদের মদত দেওয়ার চেষ্টা করেছে। সম্প্রতি সীমান্তে ওপর থেকে আসা একটি ড্রোন ভারতীয় ভূখণ্ডে অস্ত্র ও রাসায়নিক ফেলে যায়। তবে কী জাতীয় রাসায়নিক ফেলেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট করেনি ভারত। 

অন্যদিকে চিন  ও পাকিস্তানের কারণে উত্তর ও উত্তর পূর্বের নিরাপত্তায় ভারত একটি বেশি জোর দিচ্ছে। সেখানে মোতায়েন করা হয়েছে প্রচুর সেনা জওয়ান। মোতায়েন করা হয়েছে একাধিক সমরাস্ত্র। ফ্রান্সের থেকে কেনা রাফাল যুদ্ধ বিমানও উত্তরে মোতায়েন করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর চিন ও পাকিস্তানের থেকে যুদ্ধের হুমকি রয়েছে। তাই আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। 

'জনতার রায় নয় যন্ত্রের সাহায্যে জয়ী হয়েছে বিজেপি', পাঁচ রাজ্যের ফল প্রকাশ নিয়ে মন্তব্য মমতার

রুশ সেনার ধ্বংসলীলা, যুদ্ধের ১৫দিনে বিমান হানা ইউক্রেনের শিশু হাসপাতালে

'এটাই যথেষ্ট', গোয়া বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

PREV
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল