'চীন ভারতের সীমান্তবর্তী শান্তি বজায় রাখতে চীন ও ভারত উভয়েই এখন পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে নিজেদের সীমান্তগত সুরক্ষা বজায় রাখছে।' হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২ এ অংশ নিয়ে সীমান্ত প্রসঙ্গে বললেন ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২ এর তৃতীয় দিনে অংশ নিলেন ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।অংশ নিয়েই ভারতবর্ষের আন্তর্জাতিক সীমান্ত নিয়ে অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন , 'চীন ভারতের সীমান্তবর্তী শান্তি বজায় রাখতে চীন ও ভারত উভয়েই এখন পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে নিজেদের সীমান্তগত সুরক্ষা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে। তবে আমাদের কাজই হলো চাপের মাঝেই আন্তর্জাতিক সম্পর্কগুলো এভাবেই এগিয়ে নিয়ে যাওয়া । তবে আমার বিশ্বাস যে এক না এক দিন চীনের নিশ্চই বোধোদয় হবে। এবং তারা যেটা করছে সেটা যে ভুল করছে সেটা তারা উপলব্ধি করবে। বর্তমান যা অবস্থা সেটা চীনের নিজস্ব স্বার্থের পক্ষে একেবারেই অনুকূল নয়। '
ইএএম এটাও স্পষ্ট করে বলেছে যে "সীমান্ত অঞ্চলে শান্তি ও শান্তি না থাকলে... চুক্তি পালন না হলে এবং স্থিতাবস্থা পরিবর্তনে কোনো একপক্ষ সহযোগিতা না করলে . পরিস্থিতি কখনোই স্বাভাবিক হতে পারবে না ২০২০ তো যা ঘটেছিলো তা স্পষ্টতই চুক্তির লঙ্ঘন , পারস্পরিক বোঝাপড়া থেকে সরে যাওয়া। '
সংঘর্ষের পর কোনো অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে জয়শঙ্কর বলেন, “কিছু অর্থে, হ্যাঁ। সেখানে একাধিক ঘর্ষণ পয়েন্ট এবং কিছু বিপজ্জনক সামরিক মোতায়েন ছিল কিন্তু এই সমস্যাগুলির মধ্যেই কিছু কাজ করা গেছে এখনো পর্যন্ত । আরও কিছু আছে যেগুলির উপর এখনও কাজ করা দরকার এবং এটির জন্য অধ্যবসায় করা হচ্ছে । বর্তমান পরিস্থিতি মোটেও চীনের নিজস্ব স্বার্থ চরিতার্থ করছে না। '
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এর লাদাখ সেক্টরে একটানা স্থবিরতার কারণে ভারত-চীন সম্পর্ক বর্তমানে খুবই উদ্বেগজনক । দুই পক্ষেরই বেশ কিছু কূটনৈতিক এবং সামরিক আলোচনা সত্বেও উভয় পক্ষ এলএসি বরাবর সমস্ত পয়েন্টগুলি মোকাবেলা করতে পারেনি, যার ফলস্বরূপ প্যাংগং লেক, গোগরা এবং হট স্প্রিংসের উভয় তীর থেকে ফ্রন্টলাইন সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে।
প্যাংগং হ্রদ এলাকায় একটি হিংসাত্মক সংঘর্ষের পরে, ৫ মে, ২০২০ তারিখে পূর্ব লাদাখ সীমান্ত অচলাবস্থা শুরু হয়েছিল।
আরও পড়ুন
বিশ্বকাপ থেকে ছিটকে কান্নায় ভাসলেন ভারতীয় অধিনায়ক রাহুল ,সাত্বনা দিতে এগিয়ে এলেন দ্রাবিড়
'মেয়েদের পার্কে যাওয়া নিষিদ্ধ' এমনই ফতেয়া জারি করলো তালিবান সরকার
বাড়ি থেকে কাজ বন্ধ, প্রথম ইমেলেই কর্মীদের বার্তা নয়া টুইটার শীর্ষকর্তা এলন মাস্কের