BrahMos missile: ভারতের থেকে ব্রহ্মোস কিনবে ফিলিপাইন, চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই

Published : Jan 15, 2022, 06:42 AM IST
BrahMos missile: ভারতের থেকে ব্রহ্মোস কিনবে ফিলিপাইন, চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই

সংক্ষিপ্ত

দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে ফিলিপাইন। চিনের আগ্রাসন মোকাবিলা করার জন্য ফিলিপাইনের ন্য়াশানাল ডিফেন্স ডিপার্টমেন্ট ভারতের থেকে ব্রহ্মোস কেনার অনুমোদন দিয়েছে। সংবাদ সংস্থা এনএনআই-এর খবর অনুযায়ী প্রথম দফায় বেশ কয়েকটি ব্রহ্মোস মিসাইল কিনতে চেয়েছে ফিলিপাই। ইন্দো-রাশিয়া যৌথ উদ্যোগকে চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়েছে। ভারতের কাছে এটি প্রথম বিদেশী অর্ডার। 

আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। সবকিছু ঠিকঠাক থাকলে চিনের মোকাবিলার করার জন্য ভারত ফিলিপাইনকে (Philippines ) ব্রহ্মোস মিসাইল (BrahMos missile) সরবরাহ করতে পারে। আগামী সপ্তাহেই দুই দেশের মধ্যে ৩৭৫.৯ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা ও নিরাপত্তার সংস্থান এক কর্মকর্তা জানিয়েছেন এই চুক্তিটির মাধ্যমে অনির্দিষ্ট সংখ্যক ক্ষেপনাস্ত্র, লঞ্চার, খুচরো যন্ত্রাংশ, প্রতিবেশী দেশটিকে সরবরাহ করা হবে। পাশেপাশি প্রশিক্ষণ দেওয়ার বিষয়ও উল্লেখ থাকবে চুক্তিতে।

দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে ফিলিপাইন। চিনের আগ্রাসন মোকাবিলা করার জন্য ফিলিপাইনের ন্য়াশানাল ডিফেন্স ডিপার্টমেন্ট ভারতের থেকে ব্রহ্মোস কেনার অনুমোদন দিয়েছে। সংবাদ সংস্থা এনএনআই-এর খবর অনুযায়ী প্রথম দফায় বেশ কয়েকটি ব্রহ্মোস মিসাইল কিনতে চেয়েছে ফিলিপাই। ইন্দো-রাশিয়া যৌথ উদ্যোগকে চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়েছে। ভারতের কাছে এটি প্রথম বিদেশী অর্ডার। 

এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল আমেরিকার সহযোগী দেশ হিসেবেই পরিচিত ফিলিপাইন। কিন্তু দেশটি ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোসের প্রতি পূর্ণ আস্থা রেখেছে। ব্রহ্মোস সুপারসনিক মিলাইল শব্দের তুলনায় তিন গুণ বেশি গতিতে অর্থাৎ ঘণ্টায় ৪৩২১ কিলোমাটর বেগে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। 

সূত্রের খবর ফিলিপাইন ভারতের প্রস্তাব গ্রহণ করেছে। চুক্তি স্বক্ষরে রাজি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ফিলিপাইনের ম্যানিলায় যাবে। সেখানেই সম্ভবত ব্রহ্মোস সুপারসনিক মিসাইল চুক্তি স্বাক্ষর হবে। চুক্তিটি হবে জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরবরাহের ওপর ভিত্তি করে। 

ফিলিপাইন দক্ষিণ চিন সাগরে দীর্ধ দিন ধরেই চিনা আগ্রাসনের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।  এই অবস্থায় ভারতের থেকে ব্রহ্মোস কিনে তা দক্ষিণ চিন সাগরে মোতায়েন করে বেজিংকে কড়া বার্তা দিতে চাইছে ম্যানিলা। অন্যদিকে ভারতই ব্রহ্মোস সুপারসনিক মিসাইল বন্ধু দেশগুলিতে সরবরাহ করার একটি চেষ্টা চালাচ্ছে। ফিলিপাইন ছাড়াই ইন্দোনেশিও আগ্রহ দেখিয়েছে এই মিসাইলে। 


অন্যদিকে দক্ষিণ চিন সাগরে নিজের আধিপত্য ছাড়তে নারাজ ফিলিপাইনও সামরিক বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বরেই সমরাস্ত্র কেনার জন্য় দুটি বিশেষ অর্ডার জারি করেছে। প্রতিরক্ষা বিভাগকে সামরিক হার্ডওয়্যার কেনারও অনুমতি দিয়েছে। ভারতের সঙ্গেই অস্ত্র কেনার বিষয়ে ফিলিপাইন দীর্ঘ দিন ধরে কথাবার্তা বলছে। ২০২১ সালের মার্চেও ব্রহ্মোস নিয়ে মূল চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। 

PREV
click me!

Recommended Stories

Today live News: বেলা বাড়লেই লাফিয়ে চড়ছে পারদ, ঠান্ডা আর কদিন বাংলায়? রইল লেটেস্ট আপডেট
বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন, কাল মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা