Published : Dec 06, 2024, 01:03 PM ISTUpdated : Dec 06, 2024, 01:12 PM IST
শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়ছে। তাতে ক্রমশই ইন্ধন যোগাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রধান মহম্মদ ইউনুস। সূত্রের খবর এবার বাংলাদেশ ভারতীয় সামান্তে মোতায়েন করেছে তুর্কীর ড্রোন।
বাংলাদেশের ভারত বিদ্বেষের নয়া রূপ। যে দেশের বদান্যতায় স্বাধীনতা পেয়েছিল সেই দেশেই সীমান্তেও এবার মোতায়েন করল ড্রোন। তেমনই বলছে ভারতের গোয়েন্দা বিভাগ।
210
ড্রোন মোতায়েন
গোয়েন্দা সূত্রের খবর বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে।
310
নজরদারি বৃদ্ধি
পাল্টা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার ররেছে।
410
বায়রাক্টার TB2 ড্রোন মোতায়েন
সূত্রের খবর বাংলাদেশের সেনা বাহিনী ভারতের সীমান্তের কাছে বায়রাক্টার TB2 মানবহীন বিমান যান (UAV) মোতায়ের করেছে। তেমনই খবর পেয়েছ ভারতীয় গোয়েন্দা বিভাগ।
510
বাংলাদেশ সেনা ব্যবহার
বায়রাক্টারTB2 ড্রোন সাধারণত ব্যবহার করে বাংলাদেশের ৬৭তম সেনা বাহিনী। গোয়েন্দা তথ্য, নজরদারি, রিকনেসন্স মিশনের কাজে ব্যবহার করে।
610
বাংলাদেশের দাবি
ভারতীয় সীমান্ত এলাকায় ড্রোন মোতায়নের কথা স্বীকার করে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দাবি করেছে, সম্পূর্ণ প্রতিরক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছে। সংবেদনশীল এলাকায় এজাতীয় ড্রোন মোতায়েন করা হয়েছে সম্পূর্ণ কৌশলগত কারণে।
710
বায়রাক্টার TB2 ড্রোন
বায়রাক্টার TB2 ড্রোন চলতি বছরের শুরুতেই তুরস্কের থেকে কিনেছিল বাংলাদেশ। এই ড্রোন নজরদারি, হালকা স্ট্রাইক অপারশন পরিচালনা করার ক্ষমতা রাখে।
810
বাংলাদেশের হাতে ড্রোন
সূত্রের খবর বাংলাদেশের হাতে তুরস্কের ১২টি ড্রোন রয়েছে। যারমধ্যে ৬টি ড্রোন ইতিমধ্যেই ব্যবহার করা শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ ডিফেন্স টেকনোলজি ইতিমধ্যেই ড্রোনগুলির ক্ষমতা বাড়াচ্ছে।
910
ভারতের প্রতিক্রিয়া
বাংলাদেশের এই পদক্ষপে সতর্ক রয়েছে ভারত। ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জরি করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও সূত্রের খবর।
1010
ভারতের বড় পদক্ষেপ
ভারতও বাংলাদেশ সীমন্তে হেরন TPর মত অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে। আন্তর্জাতিক স্তরে গোয়েন্দা তথ্য আদানপ্রদান আরও সক্রিয় ও সতর্ক করছে।