অপারেশন কাবেরী - যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের উদ্ধারকাজ শুরু

Published : Apr 24, 2023, 06:31 PM IST
India launches Operation Kaveri to evacuate its nationals from Sudan bsm

সংক্ষিপ্ত

যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে উদ্ধারকাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। নাম অপারেশন কাবেরী। সুদান বন্দরে ৫০০ ভারতীয়। 

যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে উদ্ধারের জন্য অপারেশন কাবেরি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের জাহাজ ও বিমান বাহিনী সুদানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন সুদানের বন্দরে ইতিমধ্যেই প্রায় ৫০০ ভারতীয় পৌঁছে গেছে। অনেকেই সুদানের বন্দরে আসার চেষ্টা করছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, 'আমাদের জাহাজ ও বিমান সুদানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনেত প্রস্তুত। সুদানে আমাদের সকল ভাইদের সাহায্য করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।' রবিবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল ভারত জেদ্দায় দুটি C-130J সামরিক পরিবহন বিমানকে স্ট্যান্ডবাইতে রেখেছে। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দরে পৌঁছে গেছে। সুদান থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য জরুরি পরিকল্পনা করা হয়েছে। তবে সেই দেশের পরিস্থিতিতির ওপর নির্ভর করবে কতটা তাড়াতাড়ি ভারতীয়দের উদ্ধার করা যাবে।

গতকালই বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, সুদানের রাজধানী খার্তুমের চার দিকেই প্রচন্ড যুদ্ধ হচ্ছে। সুদানে কোনও নিরাপত্তা নেই। রাজধানীর পরিস্থিতি রীতিমত অস্থির। সেই কারণেই সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা আর উদ্ধার নিশ্চিত করতে ভারত সব ধরনের চেষ্টা করছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে সুদানের গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার কেন্দ্রীয় সরকার জানিয়েছিল সুদানে রয়েছে প্রায় তিন হাজার ভারতীয়। তাদের নিরাপত্তার ব্যবস্থা করাই কেন্দ্রীয় সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই দিকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের পরই মোদী সুদানের প্রধানমন্ত্রীর কার্যালয়তে সাম্প্রতিক ঘটনাবলীর মূল্যায়নও করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুদানের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সুদানে ভারতের রাষ্ট্রদূত ও উর্ধ্বতন কর্তৃপক্ষ। বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদী সুদানের সাম্প্রতিকতম উন্নয়নগুলি মূল্যালয়ন করেছেন। বর্তমানে সুদানে রয়েছে প্রায় ৩ হাজার ভারতীয়। যাদের নিরাপত্তা নিয়েই এদিন মূল আলোচনা হয়। সুদানের অস্থিরতা তৈরি হওয়ার পর এটাই ছিল ভারতের প্রথম বৈঠক। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে গয়ানা সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি বৈঠকে যোগ দান করেন। ভারত জানিয়েছে, সুদানের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ভারত বর্তমানে এই দেশের নাগরিকদের নিরাপত্তার দিকে মনোনিবেশ করেছে। দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার কাজ যাতে শুরু করা যায় তার দিকে জোর দেওয়া হচ্ছে। গত সপ্তাহেই সুদানে দুই পক্ষের গুলির লড়াইয়ে মাঝে পড়ে এক ভারতীয় মৃত্যু হয়েছিল। ভারতীয় মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুদানে গত ১১দিন ধরে ক্রমাগত যুদ্ধ চলছে। সেনা বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই চলছে। ইতিমধ্যেই ৪০০ জনের মৃত্যু হয়েছে। সুদানের পরিস্থিতি খুবই অস্থির। উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও।

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব