INDIA Meet: আসন সমঝোতা নিয়ে অভিষেকের ফর্মুলায় না ইয়েচুরির, জোটে বাড়ছে মতানৈক্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলায় আপত্তি জানান বাম নেতা তথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁকে সমর্থক করেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা ও বিহারের কয়েকটি দলের নেতা।

জোটের মধ্যেই মতানৈক্য, শুক্রবারের বৈঠকে এমনই ঘটনার সাক্ষী ইন্ডিয়া। তৃণমূলের আসন সমঝোতার ফর্মুলায় আপত্তি জানায় সিপিআইএম ও বিহারের বেশ কিছু নেতা। সূত্রের খবর আসন সমঝোতা নিয়ে তৃণমুলের সেকেন্ড ইন কআন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলায় আপত্তি জানান বাম নেতা তথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁকে সমর্থক করেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা ও বিহারের কয়েকটি দলের নেতা। যদিও বৈঠক শেষে রাহুল গান্ধী জানিয়েছেন নিজেদের মধ্যে মতানৈক্য অনেকটাই কমিয়ে আনা গিয়েছে।

ইন্ডিয়ার মুম্বই বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল লোকসভা ভোটে আসন সমঝোতা কী ভাবে হবে, তা ঠিক করুক ইন্ডিয়া। কেন্দ্রীয় স্তরে গোটা প্রক্রিয়া সংঘটিত হওয়ার এই ফর্মুলায় তীব্র আপত্তি জানান সীতারাম ইয়েচুরি-সহ অনেকেই। তাঁদের বক্তব্য আসন সমঝোতা কখনও কেন্দ্রীয় স্তরে হতে পারে না। এক একটি রাজ্যের পরিস্থিতি এক এক রকম। এক একটি রাজ্যের বাস্তবতা এক এক রকম। সেই মত রাজ্য স্তরেই হওয়া দরকার আসন সমঝোতা। বিহারের বেশ কিছু নেতাও জানিয়েছেন, কখনওই ‘ইন্ডিয়া’ সারা দেশের আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তা রাজ্য স্তরেই করতে হবে।

Latest Videos

প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বড় সিদ্ধান্ত স্বপ্নের শহর মুম্বইতে। শুক্রবার জোটের বৈঠকে ১৩ সদস্যের সমন্বয় কমিটির ঘোষণা করল জোট নেতৃত্ব। এই কমিটিতে স্থান পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নম্বর ২ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেন। সেখানেই ১৩ সদস্যের সমন্বয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে। তবে এই কমিটির নেতার নাম এখনও পর্যন্ত ঠিক করা হয়নি।

এই কমিটিতে রয়েছে, কংগ্রেসের সাধরণ সম্পাদক কেসি বেনুগোপাল, এনসিপি প্রধান শারদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, আরজেডি নেতা তেজস্বী যাদব, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপ সাংসগ রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টির জাভেদ খান, জনতা দল ইউনাইটেডের জাতীয় সভাপতি লালন সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিআই নেতা ডি রাজা, ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, পিপিলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তবে প্যানেলের নেতার নাম পরবর্তীকালে ঠিক করা হবে বলেও জানিয়েছে জোট নেতৃত্ব।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন