Summer forecast: লম্বা তাপপ্রবাহে নাজেহাল হতে হবে , এপ্রিল-জুনে মাত্রা ছাড়া গরম পড়বে
এই গরম প্রবল কষ্টকর। দীর্ঘতর তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। সঙ্গে পাল্লা দিয়ে চড়বে তাপমাত্রার পারদ।
Saborni Mitra | Published : Apr 1, 2024 5:59 PM / Updated: Apr 01 2024, 08:15 PM IST
আস্বস্তিকর আবহাওয়া
মধ্য, উত্তর ভারতের সমভূমি ও দক্ষিণ ভারতের একাধিক অঞ্চলে অস্বস্তিকর গ্রীষ্মের ইঙ্গিত দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। পাশাপাশি চলতি বছর তাপপ্রবাহ দীর্ঘতর হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
তাপমাত্রার পারদ চড়বে
আইএমডির প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেশের সর্বচ্চো তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের সতর্কতা
মধ্য ভারত, উত্তর সমভূমি এবং দক্ষিণ ভারতের অনেক এলাকায় দুই থেকে আট দিন ধরে টানা তাপপ্রবাহ চলবে। গুজরাট, মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশের পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা করেছে।
পরিস্থিতি মোকিবিলা
দেশের হাওয়া অফিস জানিয়েছে ২৩টি রাজ্যে তাপপ্রবাহের কারণে যে কোনও পরিস্থিতি মোকাবিলার করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা দেশের দরিদ্র আর পিছিয়ে পড়া মানুষরাই তাপপ্রবারে কারণে সবথেকে বেশি সমস্য়ায় পড়বে।
তাপপ্রবাহের সমস্যা
তাপপ্রবাহের সময়, উচ্চতর তাপমাত্রা উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে, বিশেষ করে বৃদ্ধ, শিশু ও অসুস্থ বা দুর্বল ব্যক্তিদের শারীরিক সমস্যা দেখা দেয়।
ক্ষতিগ্রস্ত হওয়া আশঙ্কা
আইএমডি ইতিমধ্যেই দেশের পাওয়ার গ্রিড, পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সতর্ক করেছে। বলেছে দীর্ঘ সময় ধরে প্রবল তাপপ্রবাহের কারণে এগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আইএমডি-র আবেদন
এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য, কর্তৃপক্ষের জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া অপরিহার্য। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শীতলকরণ কেন্দ্রগুলির ওপর চাপ বাড়বে। তাই এখন থেকেই পরিস্থিতি মোকিবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে হবে।
গ্রামের তুলনায় শহরের অস্বস্তি বাড়বে
আবহাওয়া বিশেষজ্ঞদের কথায় প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে গ্রামের তুলনায় শহরের সমস্যা আরও বেশি হবে। তাই এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।